Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আউট, রিভিউ, ফ্রি হিট আর গেইলের মাইলফলক সমাচার


৭ জুন ২০১৯ ১৭:০৫

চলমান বিশ্বকাপের দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। ১৫ রানে ক্যারিবীয়ানদের হারিয়েছে অজিরা। ব্যাট হাতে ঝড় তোলার আগে বিদায় নেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। তবে, গেইলের সাজঘরে ফেরার আগেই এক বিতর্কের জন্ম দিয়েছেন ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার ক্রিস গ্যাফানি। তার একের পর এক ভুল সিদ্ধান্ত ছিল যথেষ্ট দৃষ্টিকটু। গেইলকে আউট দেওয়ার সিদ্ধান্তটিও ছিল বিতর্কিত।

বিজ্ঞাপন

ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং শ্রীলঙ্কার রুচিরা পেলেগুরুতে। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের করা ইনিংসের তৃতীয় ওভারের শেষ দুই বলে দুইবার গেইলকে আউট দেন আম্পায়ার গ্যাফানি। দুইবারই রিভিউ নেন গেইল। তাতে দুইবারই সফল হন। এক ওভার পর আবারো স্টার্কের বলে আম্পায়ার গ্যাফানি গেইলকে আউট ঘোষণা করেন। আম্পায়ারের সিদ্ধান্তে আস্থা রাখতে না পারায় আবারো রিভিউ নিয়েছিলেন গেইল। অবশ্য, এ যাত্রায় বাঁচতে পারেননি। কিন্তু, গেইলের আউট হওয়া ডেলিভারিটি ছিল ফ্রি হিট।

বিজ্ঞাপন

গেইলকে তৃতীয় ওভারের পঞ্চম বলে কট বিহাইন্ডের আউট দিয়েছিলেন আম্পায়ার গ্যাফানি। কিউই এই আম্পায়ার ভেবেছিলেন গেইলের ব্যাটে বল ছুঁয়ে উইকেটের পেছনে যায়। কিন্তু সে সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিতে এক মুহূর্ত দেরি করেননি গেইল। টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাট-বলের কোনো সংযোগই হয়নি। যদিও একটি শব্দ হয়েছিল। ভালো করে দেখে টিভি আম্পায়ার জানিয়ে দেন, শব্দটি ছিল বল আর স্টাম্পের। বল স্টাম্পে লাগলেও বেইল পড়েনি।

স্টার্ক পরের বলটি ওয়াইড দেন। ষষ্ঠ বলটি ইয়র্কার দিতে চেয়েছিলেন স্টার্ক। কিন্তু সেটি ফুলটস হয়ে গেইলের প্যাডে লাগে। এবারো আঙ্গুল উঁচিয়ে গেইলকে আউট ঘোষণা করেন গ্যাফানি। রিভিউ নেন গেইল। টিভি রিপ্লেতে দেখা যায় লেগ স্টাম্পের বাইরে ছিল বল। আবারো বেঁচে যান গেইল।

পরের ওভারে প্যাট কামিন্সকে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে গেইল বুঝিয়ে দেন, কতটা ক্ষোভ জমেছিল তার মনে। সেই ওভারেই বিশ্বকাপের মঞ্চে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন গেইল। পরের ওভারে (ইনিংসের পঞ্চম ওভার) আবারো বোলিংয়ে আসেন স্টার্ক। স্টার্কের সেই ওভারের পঞ্চম বলে এলবির ফাঁদে পড়ে আউট হয়েছেন গেইল। তার আগে নিয়েছিলেন তৃতীয় রিভিউ। রিভিউ নিলেও গ্যাফানির ‘আম্পায়ারস কল’ তাকে বাঁচতে দেয়নি।

মাঠ ছাড়েন গেইল। তবে, পরে টিভি রিপ্লেতে দেখা যায় গেইল যে বলে আউট হয়েছেন, সে বলটির আগের বলটি ছিল বিশাল এক নো বল। স্টার্ক ক্রিজের অনেক বাইরে পা ফেললেও গ্যাফানির চোখ এড়িয়ে গেছে সেটি। যেখানে ফ্রি হিট পাওয়ার কথা, সেখানে গেইলকে ফিরতে সাজঘরে। গ্যাফানির ভুলের মাশুল দেন ইউনিভার্স বস। পপিং ক্রিজের দাগ থেকে পা অন্তত চার ইঞ্চি বাইরে ছিল স্টার্কের। কিন্তু সেটা চোখেই পড়েনি আম্পায়ারের। চোখে পড়লে পরের বলটা ফ্রি হিট হতো নিশ্চিত। আর সেই কারণে এলডব্লিউর ফাঁদে পড়লেও আউট হতে হতো না গেইলকে।

ভাগ্য সঙ্গে না থাকায় খুব বেশিক্ষণ টিকতে পারেননি গেইল। শেষ পর্যন্ত ১৭ বলে ২১ রান করেছেন গেইল। তাতে ছিল ৪টি চারের মার। গেইল উইকেটে থাকলে হয়তো ম্যাচের ফলটাও পাল্টে দিতেন।

আম্পায়ারিং নিয়ে হতাশার কথা জানিয়েছেন কার্লোস ব্রাথওয়েট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমি জানি না এটা নিয়ে কথা বললে আমাকে জরিমানা গুণতে হবে কিনা, কিন্তু আমি মনে করি আম্পায়ারিং খুব হতাশাজনক ছিল। অবশ্যই গেইলের বিরুদ্ধে তিনটি ভুল সিদ্ধান্ত হতাশার। সে এমন ব্যাটসম্যান যে একাই ১৮০ রান করার সামর্থ্য রাখে। তবে আম্পায়ারদের যা মনে হয়েছিল তখন তাই করেছেন, তারা তাদের সর্বোচ্চটুকুই করেছেন।’

এদিকে, কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেছেন গেইল। বিশ্বকাপে ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহে ভিভ রিচার্ডকে ছাড়িয়ে যান গেইল। বিশ্বকাপে এতদিন ২৩ ম্যাচে ১০১৩ রান নিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে ছিলেন এই ওপেনিং হার্ডহিটার। ২১ রান করার পথে রিচার্ডসকে ছাড়িয়ে যান গেইল। রিচার্ডসের সংগ্রহ ২৮ ম্যাচে ১০১৫ রান। বিশ্বকাপে উইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১২২৫ রান করেন ব্রায়ান লারা। গেইলের সামনে এখন শুধু লারাই আছেন। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগে গেইলের এটাই শেষ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে লারার সেই রেকর্ডে ভেঙে দিতে পারেন গেইল।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

আউট ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ক্রিস গেইল নো-বল ফ্রি হিট বিশ্বকাপ স্পেশাল রিভিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর