Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লাভসে সেনা চিহ্ন, আবারও বিতর্কিত ধোনি


৭ জুন ২০১৯ ১০:৩৯

ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে এ বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর উপর আত্মঘাতি বোমা হামলায় নিহত হয় প্রায় ৪০ জন সদস্য। সে সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছিল ভারত। সিরিজ চলাকালীন এক ম্যাচে ভারতীয় সেনাবাহিনীকে সমর্থনের জন্য আর্মি ক্যাপ মাথায় দিয়ে খেলতে নামে ভারত।

আর আইসিসির নিয়ম বহির্ভূত হওয়ায় এ নিয়ে সতর্ক বার্তাও শুনতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আর সেই সাথে সমালোচনা তো আছেই। ক্রিকেট বিশ্বকাপে আবারও একই বিতর্কের জন্ম দিলো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।

বিজ্ঞাপন

সাউদাম্পটনে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ভারত। আর সে ম্যাচে নিজের কিপিং গ্লাভসের উপরে ডানাওয়ালা ছুরি প্রতীক চিহ্ন রয়েছে। যাকে ভারতীয় সেনাবাহিনী ‘ফ্লাইং ড্যাগার’ বলে থাকে। ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের পরিচয়চিহ্ন এটি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের ৩৯.৩ ওভারে যুজভেন্দ্র চাহালের বলে আন্দাইল ফেলুকাওয়েকে স্ট্যাম্পিং করেন ধোনি। সে সময়ই টিভি ক্যামেরা ধোনিকে ধরলে দেখা যায়, তার দুই গ্লাভসের উপরেই রয়েছে এই চিহ্ন। যা ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশ্যাল কমান্ডোদের ব্যাজ।

২০১৫ সালে ভারতীয় প্যারা স্পেশাল ফোর্সের সঙ্গে দু’সপ্তাহ ট্রেনিং করেছিলেন ধোনি। সেই সময় প্যারাশুট-সহ পাঁচবার ঝাঁপ দিয়েছিলেন বিশ্বকাপজয়ী সাবেক এই ভারতীয় অধিনায়ক।
ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। আর তাই তো সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতেই গ্লাভসের উপর ‘ফ্লাইং ড্যাগার’ চিহ্ন নিয়ে খেলতে নামেন তিনি।

বিজ্ঞাপন

তবে এ ব্যাপারে বেশ ক্ষুদ্ধ আইসিসি। কারণ এ বিষয়টি আইসিসির নিয়ম বহির্ভূত। আর তাই তো ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে পরের ম্যাচ থেকে যেন ধোনি এই চিহ্ন নিয়ে মাঠে না নামে।

আইসিসির তিরস্কারের শিকার হলে প্রশংসা কুড়িয়েছে ভারতীয় সমর্থকদের। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ভারতীয় সমর্থকেরা ধোনির প্রশংসায় পঞ্চমুখ।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ফ্লাইং ড্যাগার মহেন্দ্র সিং ধোনি সেনা চিহ্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর