বিপর্যয়ের পরেও মিডল অর্ডারেই ভরসা করুনারত্নের
৭ জুন ২০১৯ ১০:০৭
শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রার শুরুটা ঠিক স্বপ্নের মতো হয়নি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৭ রানে অল আউট হয়ে ১০ উইকেটের বিশাল হার। আর আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানের উদ্বোধনী জুটির পরও মাত্র ২০১ রানে অল আউট। যদিও শেষ পর্যন্ত বোলারদের দারুণ পারফরম্যান্সে ম্যাচ জয় ৩৪ রানে।
তবে শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যানরা এই ব্যর্থতার দায় এড়াতে পারছেন না কোনো ভাবেই। লাহিরু থ্রিমান্নে, এ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ব্যাটসম্যানদের ব্যর্থতায় দারুণ শুরুর পরেও স্কোর বোর্ডে উঠছে না রান।
আর এই ব্যর্থতা কেবল মিডল অর্ডারের ব্যাটসম্যানদের। আফগানদের বিপক্ষে ৪ জুন কার্ডিফে উড়ন্ত সূচনা লঙ্কানদের। অধিনায়ক দিমুথ করুনারত্নে আর কুশল পেরেরার উদ্বোধনী জুটিতে আসে ৯২ রানে। আর অধিনায়কের বিদায়ের পর মাঠে আসেন অভিজ্ঞ লাহিরু থ্রিমান্নে। পেরেরার সাথে গড়েন ৫২ রানের জুটি।
আর এরপরেই ছন্দ পতন লঙ্কানদের। টপ অর্ডারদের ব্যাটিং দেখে ধরেই নেওয়া হয়েছিল বড় স্কোর গড়ার পথেই লঙ্কানরা। তবে কে জানতো মাত্র ১৫ রানের ব্যবধানেই প্যাভিলিয়নে ফিরবেন চার মিডল অর্ডার ব্যাটসম্যান। আর সেখান থেকেই মাত্র ২০১ রানে অল আউট।
আর এসব নিয়েই ক্ষেপেছেন লঙ্কান ব্যাটিং কিংবদন্তীরা। দফায় দফায় সমালোচনার শিকার হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যানরা। দিলশান তো বলেন দিলেন বাচ্চাদের মতো ব্যাটিং করেছে লঙ্কান ব্যাটসম্যানরা। আর সেই সাথে সংবাদমাধ্যমের সমালোচনা তো আছেই।
** পড়ুন শিশুদের মতো ব্যাটিং করেছে ব্যাটসম্যানরা: দিলশান
তবে এত কিছুর পরেও নিজের ব্যাটিং লাইন আপকে সমর্থন করে যাচ্ছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। এখনো তার মিডল অর্ডারের উপরেই ভরসা আছে সম্পূর্ণ।
তাই তো সংবাদ সম্মেলনে বললেন, ‘আমাদের মিডল অর্ডার যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ, কিছু ম্যাচে তারা ভাল খেলতে পারেনি তবে আমাদের খুব ভাল ব্যাটসম্যান আছে। এ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আছে আমাদের মিডল অর্ডারে।’
তিনি আরও যোগ করেন, ‘আমার বিশ্বাস পাকিস্তানের বিপক্ষেই আমাদের মিডল অর্ডার জ্বলে উঠবে। আর কুশল পেরেরাও আছে দারুণ ফর্মে, পাকিস্তানের বিপক্ষে ভাল করতে পারবো বলে আমার বিশ্বাস আছে।’
শুক্রবার (৭ জুন) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় পাকিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা
** আরও পড়ুন লড়াই এবার এশিয়ার দুই দেশের
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসএস