লড়াই এবার এশিয়ার দুই দেশের
৬ জুন ২০১৯ ২২:২২
ক্রিকেটের মহারণে পাকিস্তান, শ্রীলঙ্কা দুই দলেরই শুরুটা হয়েছিল শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছিল পাকিস্তান। আর অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানের হার লঙ্কানদের।
তবে দু’দলই জয়ের দেখা পেয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। টানা ১১ ম্যাচ হারের পর স্বাগতিক ইংলিশদের বিপক্ষে চলমান বিশ্বকাপের প্রথম জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। আর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের বৃষ্টি আইনেই ৩৪ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।
নিজেদের তৃতীয় ম্যাচে ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে এই সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপ মহারণের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে কখনোই জয়ের দেখা মেলেনি লঙ্কানদের। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে লঙ্কানদের সাথে সাত দেখার প্রতিবারই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান।
দুই দলের অবস্থান:
আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে শ্রীলঙ্কার থেকে দুই ধাপ এগিয়ে অবস্থান করছে পাকিস্তান। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ম স্থানে লঙ্কানরা, সেখানে পাকিস্তান ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।
সাম্প্রতিক সময়ে বেশ খারাপ অবস্থা পার করছে লঙ্কান ক্রিকেট। ২০১৫ বিশ্বকাপের পর কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিলশানসহ কিছু ক্রিকেটার অবসর নেওয়ার পরে ভেঙে পড়ে লঙ্কান ক্রিকেটের স্তম্ভ। তবে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দল। বিশ্বকাপ জয়ের পর আরও দুইবার ২০০৩ এবং ২০০৭ সালে বিশ্বকাপের ফাইনাল খেলে শ্রীলঙ্কা। তবে অস্ট্রেলিয়ার কাছে দু’বারই হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
অন্যদিকে অনেকটা দাঁত ছাড়া অবস্থায় আছে পাকিস্তান টিমও। ব্যাটিংটা যেখানে এবারের বিশ্বকাপে তাদের শক্তির জায়গা ছিল, উইন্ডিজদের বিপক্ষে ব্যর্থ সেই ব্যাটিংই। আবার ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে সেই ব্যাটসম্যানরাই। সেই সাথে পাকিস্তানের পেসাররাও যেন নেই ঠিক তাদের চিরচেনা দাপটে। তবে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান বলে ঘটতে পারে যেকোনো ঘটনা। যা তারা ইংল্যান্ডের বিপক্ষেই করে দেখিয়েছে। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হবে পাকিস্তানের এমনটাই আভাস মিলছে।
ভেন্যু:
১৮৮৯ সালে ব্রিস্টলে কাউন্টি গ্রাউন্ড নামে নির্মিত হয় স্টেডিয়ামটি। স্টেডিয়াম নির্মাণের প্রায় ১০০ বছর পরে এখানে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট। তবে নিয়মিতই ছিল ঘরোয়া ক্রিকেট। ১৯৮৩ সালে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডের। এখনো টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা স্টেডিয়ামটি দর্শক ধারণ ক্ষমতা প্রায় ১৭৫০০ জন। ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ডেই ২০১০ সালে ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। সে ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন মাশরাফি বিন মোর্ত্তজা।
এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া একদিনের ম্যাচ গুলোর মধ্যে গেল চ্যাম্পিয়নস ট্রফিতে উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের করা ৩৬৯ রানই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এশিয়ার দেশ আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সে ম্যাচে অজিরা জিতেছিল ৭ উইকেটে।
বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ সহ মোট তিনটি ম্যাচ আয়োজিত হবে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে। ১১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে এই ময়দানেই লড়বে টিম টাইগার।
বিশ্বকাপে হেড টু হেড: মোট ম্যাচ: ৭টি। শ্রীলঙ্কা জয়ী: ০টি। পাকিস্তান জয়ী: ৭টি। মুখোমুখি দুই দল: মোট ম্যাচ: ১৫২টি। পাকিস্তান জয়ী: ৮৯টি। শ্রীলঙ্কা জয়ী: ৫৮টি। ড্র: ১টি ম্যাচ পরিত্যক্ত: ৪টি।
দৃষ্টি থাকবে যাদের ওপর: বাবর আজম, মোহাম্মদ আমির (পাকিস্তান), থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।
বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসএস/এমআরপি