‘লাকি ভেন্যু’তে ফিরছেন মাশরাফিরা
৬ জুন ২০১৯ ২০:১৬ | আপডেট: ৬ জুন ২০১৯ ২০:২১
কার্ডিফের সোফিয়া গার্ডেনস স্টেডিয়ামটিকে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য‘লাকি ভেন্যু’বলা হয়। কেন তা টাইগার ক্রিকেটপ্রেমীরা সবাই হয়তো জানেন। তারপরেও মনে করিয়ে দিচ্ছি। মাত্র দুই বছর আগের কথা (২০১৭), আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এই মাঠেই সাকিব-রিয়াদের ব্যাটে কিউই বধের মধ্য দিয়ে প্রথমবারের মতো বনেদি টুর্নামেন্টটির সেমি ফাইনালে উঠেছিল মাশরাফি ও তার দল।
২০০৫ সালে এখানেই মোহাম্মদ আশরাফুলের দাপুটে শতকে প্রথমবারের মতো পরাশক্তি অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করার সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছিল হাবিবুল বাশার সুমন ও তার দল।
চলতি বিশ্বকাপে লন্ডনের কেনিংটন ওভালে প্রথম দুই ম্যাচের অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়ে লাকি ভেন্যুতে ফিরছে কোচ স্টিভ রোডস শিষ্যরা। ৮ জুন ‘লাকি ভেন্যু’তে স্বাগতিক ইংল্যান্ডকে মোকাবেলা করবে লাল সবুজের দল।
সেই লক্ষ্যে বৃহস্পতিবার (৬ জুন) লন্ডনের টিম হোটেল রিভারসাইড প্লার্ক প্লাজা থেকে স্থানীয় সময় দুপুর ১২টায় কার্ডিফের পথে টাইগাররা রওনা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় তাদের টিম হোটেলে পৌঁছানোর কথা রয়েছে। টিম হোটেলে পৌঁছে সন্ধ্যা সাতটায় ব্রিটিশ হাইকমিনারের এক অনুষ্ঠানে টিম বাংলাদেশের যোগ দেওয়ার কথা। যেখানে শুধুই বিবিসি ও স্থানীয় সংবাদমাধ্যগুলো আমন্ত্রিত।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
কার্ডিফ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ বিশ্বকাপ স্পেশাল