Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ম্যাচে ধোনির তিন পাওয়া


৬ জুন ২০১৯ ১৬:৪৭

নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে কোহলি, ধোনি, রোহিত শর্মাদের টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে মিশন শুরু করেছে ভারত। আর এই ম্যাচে দুটি মাইলফলক স্পর্শ করেছেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। দুটি মাইলফলকের পাশাপাশি বিশ্বকাপের অনন্য রেকর্ডে উঠেছেন তিন নম্বরে।

ভারতের উইকেটরক্ষক ধোনি গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে গড়েছেন একটি রেকর্ড। সঙ্গে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক মঈন খানের সঙ্গে ভাগাভাগি করেছেন আরেকটি রেকর্ড। এছাড়া, নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্রেন্ডন ম্যাককালামকে টপকে ধোনি উঠেছেন তিন নম্বরে।

বিজ্ঞাপন

প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নেমে ধোনি বিশ্বের একমাত্র উইকেটরক্ষক হিসেবে ৬০০ ইনিংসে গ্লাভস হাতে দাঁড়িয়েছেন। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ৬০০ ইনিংসে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন ধোনি। ধোনির পরেই আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার। প্রোটিয়া এই গ্রেট ৫৯৬ ইনিংসে উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব পালন করেন। লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা ৪৯৯ এবং অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্ট ৪৮৫ ইনিংসে গ্লাভস হাতে দায়িত্ব পালন করেন।

এছাড়া, যুভেন্দ্র চাহালের বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান আন্দেইল ফেলুকাওয়োকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ধোনি আরও একটি রেকর্ডে নাম লেখান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১৩৯টি স্টাম্পিং করেছেন ধোনি। তাতে স্পর্শ করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক মঈন খানকে।

এখানেই শেষ নয়। বিশ্বকাপে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় ধোনি উঠেছেন তিন নম্বরে। সর্বোচ্চ ৫৪টি ডিসমিসালে শীর্ষে শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। ৫২ ডিসমিসালে দুইয়ে অ্যাডাম গিলক্রিস্ট। তিনে চলে আসা ধোনির বিশ্বকাপের ডিসমিসালের সংখ্যা ৩৩টি। ৩২টি ডিসমিসালে চারে নেমে গেছেন ম্যাককালাম। ৩১টি ডিসমিসাল আছে মার্ক বাউচারের নামের পাশে। বিশ্বকাপে পাকিস্তানের মঈন খানের আছে ৩০টি ডিসমিসাল।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ধোনি মাইলফলক রেকর্ড

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর