Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির ছেলে রিয়ালের ভক্ত?


৬ জুন ২০১৯ ১১:৪৫ | আপডেট: ৬ জুন ২০১৯ ১২:৫২

লিওনেল মেসি বার্সেলোনার ফুটবল ইতিহাসের সব থেকে বড় তারকা। আর আজন্মকাল থেকে বার্সেলোনার চিপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কোনো বার্সেলোনা তারকার পরিবার কখনোই রিয়ালের জয় উদযাপন করে না। আর রিয়ালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই।

তবে মেসির ছেলে মাতেও মেসির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। রিয়াল মাদ্রিদ গোল করলে তা উদযাপন করে মাতেও। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন লিওনেল মেসি নিজেই।

কেবল রিয়াল মাদ্রিদ নয় বাবা লিওনেল মেসি যখন যে ক্লাবের বিপক্ষে হেরে যায়, সেই ক্লাবের জার্সি গায়ে চড়াতেই নাকি বেশি পছন্দ তার।

মেসি বলেন, ‘আমরা একসাথে বসে যখন ফিফা গেম খেলছিলাম, তখন মাতেও বললো আমি লিভারপুল নিবো যাদের কাছে তুমি হেরেছো। কেবল তাই নয়, আমরা ভ্যালেন্সিয়ার কাছে হারের পর সে আমাকে নিয়ে মজাও করেছে।’

মাতেও মেসি মজা করে লিওনেল মেসিকে বলেছেন, ‘এহহহ! তোমরা ভ্যালেন্সিয়ার কাছে হেরেছো।’

মেসি আরও জানায় আমরা কোনো দলের বিপক্ষে হারলে মাতেও সেই দলের জার্সি পরে ওর ভাই থিয়াগোকে বিরক্ত করে। আর আমাদের হারানো দলের জার্সিটাই ওর বেশি পছন্দ হয়।

আরও পড়ুন: ইনজুরিতে কোপায় খেলার স্বপ্ন শেষ নেইমারের

** নেশনস লিগে রোনালদোর হ্যাটট্রিক, ফাইনালে পর্তুগাল

সারাবাংলা/এসএস

থিয়াগো মেসি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ' মাতেও মেসি' লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর