Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব, মিরাজের দিকে লাল সবুজের ভক্তরা


৬ জুন ২০১৯ ০০:৩৮ | আপডেট: ৬ জুন ২০১৯ ১৪:৪২

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে শুরুটা উড়ন্ত করলেও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সামনে নিস্প্রভ বাংলাদেশ। কিউইদের মুহুর্মুহু বাউন্সে দ্বিতীয় ম্যাচে গুটিয়ে গেছে মাত্র ২৪৪ রানে। জয়ের জন্য কেন উইলিয়ামসনদের প্রয়োজন মাত্র ২৪৫।

স্বল্প পুঁজির এই সংগ্রহে জয় পেতে মাশরাফিদের কী করতে হবে? জানতে চাওয়া হয়েছিল কেনিংটন ওভালের গ্যালারিতে আগত কয়েক টাইগার দর্শকের কাছে। তাদের ভাষ্যমতে, যেহেতু উইকেট স্লো হয়ে এসেছে সেহেতু টাইগার স্পিনাররাই হয়ে উঠতে পারেন তুরুপের তাস। ফলে জয়ের জন্য এখন তাদের দিকেই তাকিয়ে টাইগার সমর্থকেরা।

লন্ডন প্রবাসী মাহমুদুল হোসেন ইকবাল জানালেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা যাই করেছে এখন দায়িত্বটা নিতে হবে বোলারদের। বিশেষ করে স্পিন। সাকিব ও মিরাজের স্পিন অ্যাটাক ছাড়া নিউজিল্যান্ডকে আটকানো যাবে না। স্পিনটাই দ্বিতীয় ইনিংসে প্রভাব বিস্তার করবে।’

আরেক প্রবাসী মাসুদ জানালেন, ‘আপনি দেখেছেন মিচেল স্যান্টনার খুবই ভাল বল করেছে। তাকে দেখে বলাই যায় আমাদের স্পিনাররাও এই পিচে ভাল করবে। সত্যি কথা বলতে আমাদের টোটাল টোটাল কম হয়ে গেছে। নুন্যতম ২৭-২৮০ হলে ভাল হত।’

বাংলাদেশের ব্যাটিং নিয়ে হয়ত আরো ঝাঁঝোঁলো বাক্য বলা যেত কিন্তু তা একেবারেই চেপে গেলেন এই দুই টাইগার ভক্ত। শুধু বললেন, ‘প্রতি ম্যাচেই কিন্তু সাকিব, মুশফিক, সৌম্য খেলে দেবে না। ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। তামিম শুরুটা ভাল করলে আমাদের এত চিন্তা করতে হত না।’

সঙ্গতই বলেছেন এই দুই টাইগার ভক্ত। কেননা বুধবার (৫ জুন) নিউজিল্যান্ডের কাছে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের একমাত্র সাকিব আল হাসানের ৬৪ রানের ইনিংসটি বাদ দিলে বাদ বাকি সবাই ছিলেন অনুজ্জ্বল। কেউই ব্যক্তিগত ৩০ রানের কোটাও স্পর্শ করতে পারেননি!

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এসবি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

৩৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৮

আরো

সম্পর্কিত খবর