Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিদের বিশ্বকাপ যাত্রায় প্রতিপক্ষ চোটগ্রস্থ প্রোটিয়া


৫ জুন ২০১৯ ১৩:২৫

ইংল্যান্ড বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হয়েছে আরও ছয়দিন (৩০ মে) আগে। তবে বিশেষ অনুরোধে ভারতের ম্যাচ পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের সপ্তম দিন (৫ জুন)। ভারত যেখানে নিজেদের প্রথম ম্যাচে নামছে ঠিক সেখানে দক্ষিণ আফ্রিকা খেলবে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ।

এর আগে বিশ্বকাপে দু’দল মুখোমুখি হয়েছে ৪ ম্যাচে। আর এই চার ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৩ জয়ের বিপক্ষে ভারতের জয় কেবল ১টি ম্যাচে। আর মুখোমুখি দুই দলের মোট ম্যাচ ৮৩টি। দক্ষিণ আফ্রিকা জয়ী ৪৬টি আর ভারত জয়ী ৩৪টি।

বিজ্ঞাপন

তবে বিশ্বকাপের মূল পর্বের শুরুর দুই ম্যাচেই হারের মুখ দেখেছে প্রোটিয়ারা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানে আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা।

আর সেই সাথে দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে যুক্ত হয়েছে ইনজুরিও। ডেল স্টেইন ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই। আর লুঙ্গি এনগিডিও অনিশ্চিত ভারতের বিপক্ষে। ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলা ইনজুরির কারণে খেলেননি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি। তবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি।

আর নিজের প্রিয় প্রতিপক্ষ প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি। প্রোটিয়াদের বিপক্ষে প্রায় ১ হাজার ৩ শত রান আছে কোহলির নামের পাশে। আর সাথে আছে পাঁচটি সেঞ্চুরিও।

প্রোটিয়াদের বিপক্ষে কোহলির সব থেকে বড় অস্ত্র পেসার জাসপ্রিত বুমরাহ, বাঁহাতি চায়নাম্যান কেদার যাদব আর স্পিনার যুভেন্দ্র চাহাল।

সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন ** প্রোটিয়াদের বিপক্ষে ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ডেল স্টেইন বিরাট কোহলি ভারত-দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর