Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারণের আগে পরিসংখ্যানে কিউই-টাইগার


৫ জুন ২০১৯ ১২:৩২ | আপডেট: ৫ জুন ২০১৯ ১২:৩৩

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (৫ জুন) নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পেয়েছিল টাইগাররা। আর শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল কিউরা। দু’দলের শেষ দেখায় অবশ্য শেষ হাসিটা হেসেছিল কিউইরাই। তবে ইংল্যান্ড বিশ্বকাপে এ এক বদলে যাওয়া বাংলাদেশ। যাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে জয়ের নেশা। তাই তো কিউইদের ছেড়ে কথা বলবে না বাংলাদেশ।

বিজ্ঞাপন

পরিসংখ্যানের দিক থেকেও এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা। বিশ্বকাপে দু’দলের মোট ৪ বারের দেখায় প্রতিবারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর পঞ্চমবারে এসে নিজেদের প্রথম জয় খুঁজবে টিম টাইগার। আর দু’দলের মোট ৩১ ওয়ানডে ম্যাচে কিউইদের ২১ ম্যাচ জয়ের বিপরীতে টাইগারদের জয় মাত্র ১০ ম্যাচে।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ৬ উইকেটে ৩০৯ রান। ২০১৩ সালে নারায়ণগঞ্জের ফতুল্লায় এই সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। ২০১৬ সালে ক্রাইস্টচার্চে ৭ উইকেটে হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা। আর এটিই টিম টাইগারদের বিপক্ষে নিউজিল্যান্ডের দলীয় সর্বোচ্চ সংগ্রহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ৫৭৫ রান সংগ্রহ করেছেন তিনি। আছে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যৌথ ভাবে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরিও। দু’জনই কিউইদের বিপক্ষে দুটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০১৫ বিশ্বকাপে কিউইদের বিপক্ষে মাহমুদুল্লার ১২৮ রানের ইনিংসটিই বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান শিকারি রস টেইলর। টাইগারদের বিপক্ষে রস টেইলর খেলেছেন ২০টি ওয়ানডে ম্যাচ আর সংগ্রহ করেছেন ৭৮৬ রান। সাথে আছে কিউইদের হয়ে সর্বোচ্চ দুটি সেঞ্চুরিও। ২০১৭ সালে ক্রাইস্টচার্চে টম লাথামের ১৩৭ রানের ইনিংস বাংলাদেশের বিপক্ষে কিউই ব্যাটসম্যানদের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

বর্তমান দলের টাইগার ব্যাটসম্যানদের মধ্যে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সব থেকে বেশি ব্যাটিং গড় মোহাম্মদ মিঠুনের। নিউজিল্যান্ডের বিপক্ষে মিঠুনের ব্যাটিং গড় ৫৯.৫০। কিউইদের বিপক্ষে ৩০০ এর অধিক রান আছে ৬ জন টাইগার ব্যাটসম্যানের।

সাকিব আল হাসান (৫৭৫), মুশফিকুর রহিম (৫৬২), তামিম ইকবাল (৫৪০), মাহমুদুল্লাহ রিয়াদ (৫৩৭), ইমরুল কায়েস (৪১৩), সাব্বির রহমান (৩৪৫)।

বাংলাদেশের হয়ে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। সাকিব ২১ ম্যাচ খেলে ৩৫টি উইকেট নিয়েছেন। কিইউদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি কাইল মিলস। ১৭ ম্যাচ খেলে ৩৩ টি উইকেট মিলসের ঝুলিতে।

কুইন্সটাউনে ২০০৭ সালে ড্যানিয়েল ভেট্টোরি মাত্র ৭ রান খরচে তুলে নেন বাংলাদেশের ৫টি উইকেট। আর এটিই টাইগারদের বিপক্ষে কোনো কিউই বোলারের সেরা বোলিং ফিগার। আর বাংলাদেশের পক্ষে ২০১৩ সালে ঢাকাতে মাত্র ২৬ রানে ৬ উইকেট তুলে নেন রুবেল হোসেন। রুবেলের ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটাই কিউইদের বিপক্ষে টাইগার কোনো বোলারের ব্যক্তিগত সর্বোচ্চ।

উইকেটের পেছেন দাঁড়িয়ে ২১ ম্যাচে ৩৩ টি ক্যাচ আর ৩টি স্ট্যাম্পিং করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম ২২ ম্যাচে ১৫টি ক্যাচ আর ৩টি স্ট্যাম্পিং করেছেন। কিউইদের হয়ে ১২ ম্যাচে ৭ ক্যাচ নিয়েছেন স্কট স্টাইরিশ। আর টাইগারদের হয়ে ১৯ ম্যাচে ৯টি ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের।

বিশ্বকাপের মহারণে প্রথমবারের মতো কিউই বধের ছক কষেছে টিম টাইগার। এবার পালা মাঠে সব কৌশল বাস্তবে পরিণত করা।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

** আরও এক ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে সাকিব

** ক্রাইস্টচার্চের ঘটনাটা ক্রিকেটারদের সম্পর্ক দৃঢ় করেছে: রোডস

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার দ্য ওভাল বাংলাদেশ-নিউজিল্যান্ড সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর