বাংলাদেশ আমাদের জন্য বড় হুমকি: লাথাম
৫ জুন ২০১৯ ০০:২৫ | আপডেট: ৫ জুন ২০১৯ ০০:২৭
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বেশ নির্ভার দেখাল টম লাথামকে। কোনো অস্থিরতা নেই, নেই অযাচিত হাসি। হয়তো নিজেকে চাপ মুক্তির প্রয়াস। এটা নিছক তার ভোলাভালা চেহারার প্রতিফলন নয়। বরং প্রবল আত্মবিশ্বাসের উজ্জ্বল ছটা। উৎস খুঁজতে গিয়ে চকিতেই মনে হলো, অন্য কিছু নয়। সেদিন লঙ্কানদের বিপক্ষে পাওয়া চনমনে জয়।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের গত ১১ আসরে ছয়বারের সেমি ফাইনালিস্ট ও একবারের ফাইনালিস্ট এই দলটি দ্বাদশ আসরের শুরুটাও করেছে উড়ন্ত। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
কিন্তু তাই বলে আকাশে উড়ছেন না এই কিউই উইকেটরক্ষক। তিনি ভালো করেই জানেন তাদের মতো বাংলাদেশও বিশ্বকাপের শুরুটা করেছে দাপুটে। হয়তো অত বড় জয় ধরা দেয়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী একটি দলকে প্রতিটি বিভাগে হারিয়ে দেওয়া সে তো চাট্টিখানি কথা নয়।
তাছাড়া ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের কাছে হারের সেই স্মৃতিও তার টাটকা। তাই ৫ জুন মাশরাফিদের বিপক্ষে ম্যাচের চ্যালেঞ্জটা ভালোই টের পাচ্ছেন ঠান্ডা মাথার এই কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সংবাদ সম্মেলনে তিনি জানালেন, ‘আমি নিশ্চিত কালকের ম্যাচটি ভীষণ চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কাকে আমরা যেভাবে হারিয়েছি তার পুনরাবৃত্তি এই ম্যাচে হবে না। ম্যাচটিতে আমরা চাপে থাকব। শুধু এই ম্যাচেই না, পুরো টুর্নামেন্ট জুড়েই চাপ থাকবে। আমি মনে করি গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ভালো খেলছে। তাদের পারফরম্যান্সও দারুণ। দুই বছর আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ওরা অসাধারণ খেলেছে। সেদিনও (দক্ষিণ আফ্রিকা ম্যাচে) ওদের খেলার ধরণ ছিল চমৎকার। অতএব আমরা ভালো করেই জানি, বাংলাদেশ আমাদের জন্য কত বড় হুমকি। তবে আমরা আমাদের মোমেন্টাম ধরে রাখতে চেষ্টা করব।’
‘বাংলাদেশ এমন একটি দল যারা প্রতিপক্ষকে সবসময় চাপে রাখে। আমি নিশ্চিত আগামীকালও এর ব্যতিক্রম হবে না। তাছাড়া কালকের ম্যাচে বাংলাদেশ প্রবল আত্মবিশ্বাসী হয়ে নামবে।’ যোগ করেন লাথাম।
বুধবার (৫ জুন) কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি