Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রোটিয়াদের বিপক্ষে ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু


৪ জুন ২০১৯ ২৩:০৭ | আপডেট: ৫ জুন ২০১৯ ১০:১১

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর যাত্রা ৩০ মে শুরু হলেও ভারত মাঠে নামছে বুধবার (৫ জুন)। ভারতের প্রথম প্রতিপক্ষ দুই ম্যাচ খেলে ফেলা দক্ষিণ আফ্রিকা। সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ১৪ রানের ব্যবধানে। এছাড়াও প্রোটিয়া দলে আঘাত হেনেছে ইনজুরি। ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন পেসার ডেল স্টেইন আর লুঙ্গি এনগিডি।

বিজ্ঞাপন

অন্যদিকে বিশ্বকাপ শুরুর ৬ দিন পরে ৭ম দিনে এসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সাথে জিতেছিল বড় ব্যবধানে।

দুই দলের অবস্থান: আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে ভারত আর দক্ষিণ আফ্রিকা অবস্থান করছে যথাক্রমে তিন আর চারে। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দ্বিতীয় আর ভারতের থেকে মাত্র ৬ রেটিং পয়েন্ট কম ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের অবস্থান চতুর্থ স্থানে।

মাঠের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়ে পিছিয়ে গেছে প্রোটিয়ারা। প্রথম ম্যাচে ১০৪ রানে হেরেছে স্বাগতিক ইংল্যান্ডের কাছে আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ১৪ রানে হেরে পয়েন্ট টেবিলের একদম তলনিতে অবস্থান আফ্রিকার।

আর ভারত তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করছে এ ম্যাচ দিয়েই। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে কিউই পেস বোলারদের তোপে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ায় কোহলিরা।

বিজ্ঞাপন

এ ম্যাচ দিয়ে বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হিসেবে অভিষেক ঘটছে বিরাট কোহলির। দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যান তো থাকছেনই সেই সাথে দলের বাকি ব্যাটসম্যানরাও আছেন দারুণ ছন্দে।

আর কেবল ভারতীয় দলের ব্যাটসম্যানরাই দারুণ ফর্মেই নেই, সাথে ভারতীয় বোলারও আলো ছড়াচ্ছেন ক্রিকেট দুনিয়ায়। আইসিসির বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। আর ক্রিকেট বিশ্লেষকরা তো জানিয়েই দিয়েছেন এবারের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করবে বুমরাহ আর ভারতের জয়ে রাখবেন সামনে থেকে অবদান।

ভেন্যু: সাউথাম্পটনের হ্যাম্পশায়ারে অবস্থিত হ্যাম্পশায়ার বোল নামেই পরিচিত এই স্টেডিয়ামটি। এর আগে দ্যা রোজ বোল কিংবা দ্যা এগিয়াস বোল নামেও পরিচিত ছিল এই মাঠটি। ভারত আর দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু হচ্ছে হ্যাম্পশায়ার বোলের।

২০০১ সালে নির্মিত স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় ১৭ হাজার। ২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের সব থেকে প্রাচীন সংস্করণ টেস্টে অভিষেক ঘটে এই স্টেডিয়ামটি। তবে তার আগে ২০০৩ সালে দক্ষিন আফ্রিকা এবং জিম্বাবুয়ের মধ্যকার ওডিআই ম্যাচ দিয়ে সুচনা হয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৫৯ রানই এই মাঠে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

দক্ষিণ আফ্রিকা আর ভারতের ম্যাচ ছাড়াও, বাংলাদেশ আর আফগানিস্তানের ম্যাচ এবং সর্বমোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে হ্যাম্পশায়ার বোলে। ২৪ জুন বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানে।

বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৪টি, দক্ষিণ আফ্রিকা জয়ী: ৩টি। ভারত জয়ী: ১টি। মুখোমুখি দুই দল: মোট ম্যাচ: ৮৩টি। দক্ষিণ আফ্রিকা জয়ী: ৪৬টি। ভারত জয়ী: ৩৪টি। ড্র: ০টি ম্যাচ পরিত্যক্ত: ৩টি।

দৃষ্টি থাকবে যাদের ওপর: কুইন্টন ডি কক, কাগিসো রাদাবা ( দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ (ভারত)।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ইমরান তাহির, ডেল স্টেইন (ইনজুরির কারণে বিশ্বকাপ যাত্রা শেষ), অ্যান্দেল ফেলুকাও, কেগিসো রাবাডা, ডোয়েন প্রিটোরিয়াস, ক্রিস মরিস, লুঙ্গি এনডিগি, রাশি ভেন দার দাসুন ও তাব্রিজ শামসি।

বিশ্বকাপে ভারত স্কোয়াড: : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শেখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুগবেন্দ্র চাহাল।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এসএস/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারত-দক্ষিণ আফ্রিকা র‌্যাবিটহোল