বৃষ্টি থেমেছে, শ্রীলঙ্কার ম্যাচ শুরু নয়টায়
৪ জুন ২০১৯ ২০:৫৩ | আপডেট: ৪ জুন ২০১৯ ২২:১৫
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা আর আফগানিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ের পড়ে লঙ্কানরা।
বৃষ্টির কারণে ৩৩ ওভার পর খেলা বন্ধ ঘোষণা করা হয়। বৃষ্টির আগে ৮ উইকেট হারিয়ে লঙ্কানরা সংগ্রহ করে ১৮২ রান। তবে বৃষ্টি বিঘ্নতায় ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ কমিয়ে আনা হবে ৪১ ওভারে।
আর লঙ্কানদের ইনিংস শেষ হলে বৃষ্টি আইনে দেওয়া হবে আফগানদের জয়ের লক্ষ্য। মায়চ শুরু হবে কার্ডিফের স্থানীয় সময় বিকাল চারটায়।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসএস