Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের মতো ব্যাটিং করেছে ব্যাটসম্যানরা: দিলশান


৪ জুন ২০১৯ ২০:৩০

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ প্রথম জয়ের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নাম শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে লঙ্কান দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে দুই উইকেট পতনের পর ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন আপ। আর মিডল অর্ডার ব্যাটসম্যানদের এমন পারফম্যান্স দেখে ক্ষেপে উঠেছে সাবেক লঙ্কান ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান।

মাত্র ১৫ রান যোগ করতে চার লঙ্কান ব্যাটসম্যান ফিরে যায় ড্রেসিং রুমে। উদ্বোধনী জুটিতে আসে ৯২ রান। আর এরপর দ্বিতীয় উইকেট জুটিতে কুশল পেরেরা ও লাহিরু থ্রিমান্নে মিলে যোগ করেন ৫২ রান। তবে দলীয় ১৪৪ রানে থ্রিমান্নে ফিরে গেলে স্কোর বোর্ডে মাত্র ১৫ রান যোগ করতেই একে একে ফিরে যান আরও চার লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

লঙ্কান মিডল অর্ডারের এমন পারফরম্যান্সে দিলশান বলেন, ‘ওরা একদম শিশুদের মতো ব্যাটিং করেছে। মিডল অর্ডারের ব্যাটসম্যানেরা একদমই দায়িত্ব নিয়ে খেলেনি। তারা একদম শিশুসুলভ ভুল করে আউট হয়েছে।’

দিলশান আরও যোগ করেন, ‘তাদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিৎ। নিজেদের সাধারণ খেলাটা খেলতে পারলেই ভাল পারফরম্যান্স দেখাতে পারবে লঙ্কান মিডল অর্ডার।’

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়েছিল লঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র ১৩৬ রানেই অল আউট হয়েছিল তারা। কিউইদের বিপক্ষে হেরেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ তিলকারত্নে দিলশান ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কা-আফগানিস্তান