রিয়ালে যোগ দিলেন লুকা জোভিচ
৪ জুন ২০১৯ ১৭:৫১ | আপডেট: ৪ জুন ২০১৯ ১৮:২১
এন্ট্রানচট ফ্রাঙ্কফ্রুট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন লুকা জোভিচ। মঙ্গলবার অফিসিয়াল ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ এবং এন্ট্রানচট ফ্রাঙ্কফ্রুট।
বেশ কয়েক মৌসুম ধরে রিয়ালের ফরোয়ার্ড সমস্যা দৃশ্যমান। আর ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার পরে তো তা আরও ভেসে ওঠে। তাই তো জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো রিয়ালে যোগ দিচ্ছেন ফ্রাঙ্কফ্রুটের হয়ে ইউরোপ মাতানো স্ট্রাইকার লুকা জোভিচের অন্তর্ভুক্তি।
শেষ পর্যন্ত দুই ক্লাবই ঘোষণা দিয়েছে রিয়ালে যোগ দিচ্ছে এই ফুটবলার। ফ্রাঙ্কফ্রুটের হয়ে এ মৌসুমে ফ্রাঙ্কফ্রুটের হয়ে জার্মান বুন্দেস লিগায় ১৭ গোল আর ৫ এসিস্ট করেছে জোভিচ। আর উয়েফা ইউরোপা লিগে করেছেন ১০ গোল আর এক এসিস্ট।
দলকে সেমি ফাইনালে নিয়ে যেতেও অবদান রাখেন সার্বিয়ান তারকা। তবে শেষ পর্যন্ত চেলসির কাছে হেরে সেমি থেকেই বিদায় নিতে হয় তাদের।
সারাবাংলা/এসএস