লন্ডনে ঈদ উদযাপন টাইগার ক্রিকেটারদের
৪ জুন ২০১৯ ১৬:৫০ | আপডেট: ৪ জুন ২০১৯ ১৮:৩৪
বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে টাইগার ক্রিকেটাররা। আর তাই তো ঈদটাও পালন করতে হচ্ছে সেখানেই। লন্ডনের আকাশে সোমবার দেখা গেছে ঈদের চাঁদ। ধর্মীয় ভাব গাম্ভীর্য্য ও উৎসব মুখর পরিবেশে যুক্তরাজ্যে মঙ্গলবার পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর।
উৎসবের শুরুটা হয়েছে ঈদের নামাজ দিয়ে। ঈদের নামাজে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। তবে আইসিসির কড়া নিরাপত্তার কারণে জানা যায়নি ঠিক কোথায় ঈদের নামাজ আদায় করেছেন টাইগার ক্রিকেটাররা।
ঈদের নামাজে যাওয়ার ছবি এবং নামাজ শেষে হাস্য উজ্জ্বল ছবি ফেইসবুকে দেখা গেছে রিয়াদ মুশফিকদের।
সারাবাংলা/এমআরএফ/এসএস
ঈদের নামাজ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগারদের ঈদ বিশ্বকাপ স্পেশাল মাহমুদুল্লাহ