Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইরের কিছু গায়েই মাখান না ওয়ার্নার


৪ জুন ২০১৯ ১৪:২১

নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথ। ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে দুয়ো শুনতে হয়েছে তাদের। দুয়োর জবাবটা ব্যাট হাতেই দিয়েছেন ওয়ার্নার। প্রত্যাবর্তনের ম্যাচে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে সহজ জয় এনে দেন তিনি।

এদিকে, বল টেম্পারিংয়ে অভিযুক্ত হওয়ার পর থেকেই স্মিথ-ওয়ার্নারকে কটাক্ষ করে আসছে ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকরা। বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের কট্টর সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’ ঘোষণা দেয় স্মিথ-ওয়ার্নারদের শান্তিতে খেলতে দেবেন না তারা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামার পরই ‘প্রতারক’ স্লোগান দিতে থাকে কতিপয় সমর্থক। তবে ওসব পাশে সরিয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১১৪ বলে করেন অপরাজিত ৮৯ রান। যেখানে বাউন্ডারি ছিল ৮টি।

বিজ্ঞাপন

বিশ্বকাপে নেমেই তিনি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। তার আগে আইপিএলেও দুরন্ত ফর্মে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার এই ওপেনিং ব্যাটসম্যানকে। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার সহকারী কোচ রিকি পন্টিং মনে করেন, ডেভিড ওয়ার্নার এখনও তার সেরা ফর্মে পৌঁছতে পারেননি। পাশাপাশি পন্টিং এটাও মনে করিয়ে দিচ্ছেন, বিশ্বকাপ যত এগুবে, ওয়ার্নার তত ছন্দে আসবেন, তত ভয়ঙ্কর হবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পন্টিং জানান, ‘ওয়ার্নারকে দেখে বোঝা গিয়েছে, সে এখনও পুরো ছন্দে ফেরেনি। ইনিংসের শুরুর দিকে অস্বস্তিতে ব্যাট করতে দেখা গেছে তাকে। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য পায়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিল ওয়ার্নার। ফলে খেলা হয়নি একটা প্রস্তুতি ম্যাচ। গত দু’সপ্তাহে সে নেটে প্রচুর পরিশ্রম করেছে। সে এখন পুরো ছন্দে নেই। খুব দ্রুতই তাকে আমরা পুরো ছন্দে দেখতে পাবো।’

বিজ্ঞাপন

ওয়ার্নার আর স্মিথকে নিয়ে পন্টিং জানান, ‘প্রথম ম্যাচে যত বেশি সময় উইকেটে থেকেছে ওয়ার্নার, তত তাকে ছন্দে ফিরতে দেখেছি। এক বছর মাঠের বাইরে থেকে প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে সে অনেকটা সময়ই উইকেটে কাটিয়েছে। যেটা একটা দারুণ ব্যাপার। শুধু ওয়ার্নারই নন, এক বছর পর ফিরেছে স্মিথ। দু’জনকে দেখেই মনে হয়েছে, তারা মাঠে নেমেছে শুধু ভালো খেলতেই নয়, আধিপত্য দেখাতেও। আমি নিশ্চিত, ওয়ার্নার-স্মিথ যত ম্যাচ খেলবে, দল তত উন্নতি করবে। ওদের বলেছি, তৈরি থাকো, বিশ্বকাপ যত গড়াবে বিদ্রুপের কারণে তোমাদের পরিস্থিতি আরও খারাপ হবে। সেখান থেকে বের হয়েই খেলতে হবে তাদের। ওয়ার্নার এসব গায়েই মাখাবে না, স্মিথ হয়তো একটু প্রভাবিত হলেও হতে পারে।’

দর্শকদের আচরণের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি ওয়ার্নার। আফগানিস্তানের বোলারদের চেয়ে ওয়ার্নারের বড় প্রতিপক্ষ বোধহয় ছিলেন ওই ইংলিশ দর্শকরা। ওয়ার্নারের ব্যক্তিগত ম্যানেজার জেমস আর্সকিন জানিয়েছেন, ‘রান করার দিকেই মন দিয়েছেন ওয়ার্নার। তিনি আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রান করেছেন, তার মানে তিনি ভালো খেলছেন। তাই কথা বলে কী লাভ? কী নিয়েই বা কথা বলবেন তিনি? যদি ইংল্যান্ড বা অন্য বড় দলের কোনো দলের বিপক্ষে সেঞ্চুরি করেন, তখন দুয়ো দেওয়া এই লোকগুলোই তার প্রশংসা করবে।’

এমনকি আইসিসি আয়োজিত কোনো সংবাদ সম্মেলনেও কথা বলবেন না ওয়ার্নার, এমনটা জানিয়েছেন আর্সকিন। তিনি যোগ করেন, ‘বোকা ইংলিশরা বুঝতেই পারছে না ওয়ার্নারের চরিত্র। ওদের এমন আচরণ ওয়ার্নারকে আরও তাতিয়ে দিচ্ছে। দিন শেষে এগুলো তাকে আরও অনুপ্রাণিত করবে, ভালো খেলতে সাহায্য করবে। তার মনোসংযোগ অন্য উচ্চতার।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ডেভিড ওয়ার্নার বিশ্বকাপ স্পেশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর