দুই সেঞ্চুরিও জেতাতে পারেনি ইংল্যান্ডকে
৪ জুন ২০১৯ ০০:০৩ | আপডেট: ৪ জুন ২০১৯ ১১:২১
বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইংল্যান্ড আর পাকিস্তান। বার বার ভাগ্য বদল হওয়া বিগ স্কোরিং ম্যাচে ইংলিশদের ১৪ রানে হারিয়েছে পাকিস্তান। দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। আর উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করে পাকিস্তান।
নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলপতি ইয়ন মরগান। সোমবার (৩ জুন) ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করে গাজী টিভি। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ৩৪৮ রান। ফিফটি হাঁকিয়েছেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ এবং সরফরাজ আহমেদ। জো রুট আর জস বাটলার সেঞ্চুরি হাঁকালেও জয় পায়নি ইংলিশরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ইংলিশরা থামে ৩৩৪ রানের মাথায়।
পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন ফখর জামান আর ইমাম-উল-হক। ইনিংসের ১৫তম ওভারে বিদায় নেন ফখর জামান। মঈন আলির বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে ৪০ বলে ছয়টি চারের সাহায্যে করেন ৩৬ রান। দলীয় ৮২ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। দলীয় ১১১ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয়। মঈন আলির বলে ক্রিস ওকসের হাতে বল তুলে দেওয়ার আগে পাকিস্তানের আরেক ওপেনার ইমাম উল হক ৫৮ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন ৪৪ রান।
দলীয় ১৯৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। বিদায় নেন বাবর আজম। মঈন আলির তৃতীয় শিকারে বিদায়ের আগে ৬৬ বলে চারটি চার আর একটি ছক্কায় বাবর আজম করেন ৬৩ রান। সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ দলীয় ২৭৯ রানের মাথায় বিদায় নেন। মার্ক উডের বলে আউট হওয়ার আগে খেলেন ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস। হাফিজের ৬২ বলে সাজানো ইনিংসে ছিল আটটি চার আর দুটি ছক্কার মার। এরপর মার্ক উড ফিরিয়ে দেন ১৪ রান করা আসিফ আলিকে।
ইনিংসের ৪৮তম ওভারে ক্রিস ওকস বিদায় করেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদকে। ৪৪ বলে পাঁচটি বাউন্ডারিতে ৫৫ রান করেন সরফরাজ। একই ওভারে ওকসের বল তুলে মারতে গিয়ে বিদায় নেন ওয়াহাব রিয়াজ (৪)। শেষ ওভারে ক্রিস ওকস তার তৃতীয় শিকার বানান ৮ রান করা শোয়েব মালিককে। শাদাব খান ১০, হাসান আলি ১০ রান করে অপরাজিত থাকেন। ক্রিস ওকস তিনটি, মঈন আলি তিনটি আর মার্ক উড দুটি করে উইকেট পান।
৩৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনার জ্যাসন রয় ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন। আরেক ওপেনার জনি বেয়ারস্টো ৩১ বলে করেন ৩২ রান। তিন নম্বরে নেমে জো রুট এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি হাঁকান। ১০৪ বলে ১০টি চার আর একটি ছক্কায় করেন ১০৭ রান। দলপতি ইয়ন মরগানের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। মিডলঅর্ডারে নেমে বেন স্টোকস (১৩) বেশিদূর যেতে পারেননি।
জো রুটের সঙ্গে জুটি বেধে ১৩০ রান তোলেন জস বাটলার। চলমান বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি করেন বাটলার। মাত্র ৭৬ বলে ৯টি চার আর দুটি ছক্কায় করেন ১০৩ রান। ৪৮তম ওভারে ওয়াহাব রিয়াজের পর পর দুই বলে বিদায় নেন ২০ বলে ১৯ রান করা মঈন আলি এবং ১৪ বলে ২১ রান করা ক্রিস ওকস। জোফরা আর্চার ১ রানে বিদায় নেন। আদিল রশিদ ৩, মার্ক উড ১০ রানে অপরাজিত থাকেন।
ওয়াহাব রিয়াজ তিনটি, মোহাম্মদ আমির দুটি, শাদাব খান দুটি, মোহাম্মদ হাফিজ একটি আর শোয়েব মালিক একটি করে উইকেট তুলে নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ হাফিজ।
ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, জোফরা আর্চার, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি
ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান বিশ্বকাপ স্পেশাল র্যাবিটহোল