Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসম্মত ক্রিকেটে স্বপ্নের শুরু দেখছেন সুজন


৩ জুন ২০১৯ ২২:৩০ | আপডেট: ৩ জুন ২০১৯ ২২:৩৪

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই দারুণ গোছালো ও ঝকঝকে ক্রিকেট উপহার দিয়ে আসছে টিম বাংলাদেশ। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই ছিল পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই পারঙ্গম এক দলকে দেখেছে ক্রিকেট বিশ্ব। যার প্রতিফলন চলতি বিশ্বকাপেও বিদ্যমান।

রোববার (২ জুন) লন্ডনের কেনিংটন ওভালে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফিদের জয়ের ধরণ দেখে একবারও কী মনে হয়েছে ভাগ্যদেবী মাটিতে নেমে জয়টি উপহার দিয়ে গেছেন? কী ছিল না এই ম্যাচে? ব্যাটে আগ্রাসন, বলে পেস, কাটার, সুইং, টার্নিং আর ফিল্ডিংয়ে এফোর্ট। সব কিছুর মিশেলে অপ্রতিরোধ্য এক দলকেই দেখা গেছে। আবেগে না ভেসে লক্ষ্য পূরণে যারা অবিচল।

মাশরাফিদের খেলার এই ধরণ বেশ মনে ধরেছে টাইগার ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের। এটাকেই খেলার প্রকৃত মান বলে তিনি উল্লেখ করলেন। বিশ্বকাপের বাদ বাকি ম্যাচগুলোতেও মাশরাফি-সাকিববদের একই মানের খেলা উপহার দিয়ে দুর্লভ এক একটি জয় ছিনিয়ে আনতে হবে বলে পরামর্শ দিয়ে রাখলেন লাল সবুজের সাবেক এই দলপতি।

সুজন জানালেন, ‘আমরা যে যথেষ্ট গোছালো একটা দল এটা আমরা বলতেই পারি। সবচেয়ে বড় কথা আমরা আমাদের পরিকল্পনা মোতাবেক খেলতে পারছি। আপনি যদি ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখেন বুঝতে পারবেন আমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলছি। আমরা টিম ম্যানেজমেন্ট খুশি, প্লেয়াররাও খুশি যেভাবে ম্যাচটি জিততে চেয়েছি পেরেছি। আমরা মনে করি এটাই আমাদের খেলার মান এবং এই মান ধরে রেখেই আমাদের ম্যাচ জিততে হবে।’

সোমবার (৩ জুন) বাংলাদেশ দলের টিম হোটেলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বলা বাহুল্যই হবে, বিশ্বকাপের এবারে আসরে কমপক্ষে সেমি ফাইনালের স্বপ্ন নিয়ে এসেছে লাল সবুজের দল। কিন্তু প্রথম ম্যাচেই তারা যে বডি ল্যাংগুয়েজ ও টিম স্পিরিট দেখিয়েছে তাতে স্বপ্নের আকার আরো বড় হতে শুরু করেছে। একটি সঙ্গত প্রশ্নেরও উদ্রেক হচ্ছে বারবার, ফাইনাল কী সত্যিই দূরের বাতিঘর?

সুজন অবশ্য সেই আলোচনায় গেলেন না। শুধু বললেন, ‘গতকাল থেকেই আমাদের স্বপ্ন শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে এটা দারুণ একটা শুরু। সবাই আমাদের আন্ডারডগ ভাবে। তবে আমি বলব আমরা এখানে একটা স্বপ্ন নিয়ে এসেছি। সেমি ফাইনাল খেলব এবং যার স্বপ্নের শুরু হয়ে গেছে।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।

সারাবাংলা/ এমআরএফ/এমআরপি

** কঠিন হলেও আশায় হাবিবুল বাশার
** শেষ চারের সম্ভাবনা দেখছেন রকিবুল, তবে…
** বিশ্বকাপে ফারুকের ‘ট্রাম্প কার্ড’ সাকিব
** মাশরাফিরা ফাইনালে খেললেও অবাক হবেন না আতাহার
** রফিকের কাছে ‘বিশ্বকাপ বিশ্বকাপই’

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ খালেদ মাহমুদ সুজন টাইগার বিশ্বকাপ স্পেশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর