Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতলো ইংল্যান্ড, ব্যাটিংয়ে পাকিস্তান


৩ জুন ২০১৯ ১৫:০৫ | আপডেট: ৩ জুন ২০১৯ ১৫:৩৬

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামছে ইংল্যান্ড। টসজিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। সোমবার (৩ জুন) ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। আর উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে ইংল্যান্ড পাকিস্তানের থেকে ঢের এগিয়ে। পাকিস্তানের থেকে ছয় ধাপ এগিয়ে ইংলিশদের অবস্থান শীর্ষে। অন্যদিকে পাকিস্তানের অবস্থান সাত নম্বরে। রেটিং পয়েন্টের ব্যবধানও নেহাত কম নয় দু’দলের। শীর্ষে থাকা ইংলিশদের রেটিং ১২৫, সেখানে পাকিস্তানের রেটিং পয়েন্ট ইংলিশদের থেকে ২৯ কম (৯৪)।

এবার যেন ময়দানের লড়াইয়েও অনেক পিছিয়ে আছে পাকিস্তান। জয়ের মুখ দেখেনি শেষ এগার ম্যাচের একটিতেও। বিশ্বকাপ শুরুর আগে শেষ দুই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ তে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। আবার ইংলিশদের বিপক্ষেও ৪-০ তে ধবলধোলাই হয়েছে তারা। এমনকি বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে সরফরাজ, শোয়েব মালিকদের দলটি।

বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৯টি, ইংল্যান্ড জয়ী: ৪টি। পাকিস্তান জয়ী: ৪টি। পরিত্যক্ত: ১টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৮২টি। ইংল্যান্ড জয়ী: ৪৯টি। পাকিস্তান জয়ী: ৩১টি। ড্র: ০টি ম্যাচ পরিত্যক্ত: ২টি।
দৃষ্টি থাকবে যাদের ওপর: মোহাম্মদ আমির, ইমাম উল হক (পাকিস্তান)। বেন স্টোকস, জোফরা আর্চার (ইংল্যান্ড)।

বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, জোফরা আর্চার, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।

বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

** আক্রমণাত্মক খেলেই পাকিস্তানকে হারাতে চাই: মরগান
** ইংলিশদের হারাতে প্রয়োজন দশটি বল: মাহমুদ

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড-পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর