ইংলিশদের হারাতে প্রয়োজন দশটি বল: মাহমুদ
৩ জুন ২০১৯ ১০:০৭
ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। উইন্ডিজদের কাছে ৭ উইকেটে হেরে পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান তাদের। আর ইংলিশদের শুরু শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে। সোমবার (৩ জুন) স্বাগতিক ইংল্যান্ড আর পাকিস্তান মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তান এমনটাই আশা বোলিং কোচ আজাহার মাহমুদের। তিনি বিশ্বাস করেন ইংলিশদের বিপক্ষেই পাকিস্তান জয়ের বৃত্তে ফিরবে।
তবে ইংলিশদের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স যে বেশ বাজে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে ইংল্যান্ডের মাটিতেই ওয়ানডে সিরিজ খেলে পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ তে হেরে ধবল ধোলাই হয় ইংলিশদের কাছে।
তাই তো এ ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসে নিজেদের জাত চেনাতে মরিয়া থাকবে পাকিস্তান। আর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসের লক্ষ্যে লড়বে ইংলিশরা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাট, বল আর ফিল্ডিং তিন বিভাগেই দারুণ প্রদর্শনী ছিল ইংলিশদের। দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছিল ইংলিশ ব্যাটসম্যানরা। আর প্রোটিয়ারা ঠিক তার বিপরীত। ইংলিশ পেসারদের সামনে মুখ থুবড়ে পড়েছিল তারা।
অন্যদিকে উইন্ডিজ পেসারদের সামলাতেই পারেনি পাকিস্তান। জেসন হোল্ডার, শেল্ডন কটরেলদের গতি সামলাতে না পেরে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।
ট্রেন্ট ব্রিজের এই পিচে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব রেকর্ড ৪৮১ রান তোলে ইংলিশরা। আর এবারও এই পিচে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে মাঠে নামবে তারা।
তবে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বে ইংল্যান্ড তা মনে করেন না পাকিস্তান বোলিং কোচ আজাহার মাহমুদ। ম্যাচের এক দিন আগে সাংবাদিকদের সামনে তাই তার হুঁশিয়ারি, ‘ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ বিশ্বের সেরা। যে পিচে খেলা হবে সেই পিচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’বছর আগে বিশ্বরেকর্ড গড়েছিল ইংল্যান্ড। কিন্তু এবারও সেই রান তুলতে গেলে ইংলিশ ব্যাটসম্যানদের ৩০০টি বল খেলতে হবে। কিন্তু ওদের দশজন ব্যাটসম্যানকে আউট করতে আমাদের প্রয়োজন মাত্র দশটি ভাল বল। আমি বিশ্বাস করি, আমাদের বোলারদের সেই ক্ষমতা আছে।’
উইন্ডিজ বোলারদের বাউন্সার খেলতে গিয়ে পরাস্থ পাকিস্তানি ব্যাটসম্যানরা। সেখানে জোফরা আর্চারদের শর্ট বলের বিরুদ্ধে মোকাবিলা করবে কিভাবে করবে তা নিয়েও কথা বলেছেন এই কোচ। তিনি বলেন, ‘শর্ট বল খেলার জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। উইন্ডিজ ম্যাচের পর সব দলই আমাদের বিরুদ্ধে শর্ট বলের কৌশল ব্যবহার করতে পারে। তবে তার জন্য আমাদের ব্যাটসম্যানরা পুরোপুরি তৈরি।’
পাকিস্তানকে সব সময় আনপ্রেডিক্টেবল দল হিসেবেই গণ্য করা হয়। তারা কখন কোন দলকে হারাবে, আর কাদের বিরুদ্ধে হেরে যাবে তা নিজেরাও অনুমান করতে পারেন না। তবে ইংল্যান্ডকে হারাতে পারলে তা অঘটন হবে বলে মনে করছেন না বোলিং কোচ। ‘ইংল্যান্ডকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে। অনুরোধ করব আমরা ভাল খেললে যেন অঘটন হিসেবে ধরা না হয়।’ তিনি আরও যোগ করেন, ‘ব্যাটিং বোলিং নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের সমস্যাটা ফিল্ডিং নিয়ে। তবে সেটা সামনের ম্যাচে আর দেখতে পাওয়া যাবে না।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
** উড়ন্ত ইংলিশদের সামনে হারের বৃত্তে থাকা পাকিস্তান
সারাবাংলা/এসএস
ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান পাকিস্তান-ইংল্যান্ড