বিশ্বকাপের প্রথম ম্যাচেই যেসব রেকর্ড গড়লো বাংলাদেশ
২ জুন ২০১৯ ২১:২০ | আপডেট: ২ জুন ২০১৯ ২১:৩৮
ইংল্যান্ডের ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং দৃঢ়তায় সাকিব-মুশফিকরা মিলে গড়লেন বেশ কয়েকটি রেকর্ডও।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের টার্গেট গড়ে টাইগাররা। বিশ্বকাপ মঞ্চে নিজেদের রেকর্ডটাও ছাড়িয়ে গেছে মুশফিক-সাকিবরা।
নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। সঙ্গে বিশ্বকাপেও নিজেদের সর্বোচ্চ। এর আগে মিরপুরে চার বছর আগে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান ৩২৯ করেছিলো বাংলাদেশ। এবার সেই রেকর্ডটা ভেঙেছে লাল-সবুজরা।
এদিকে বিশ্বকাপে সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েছে টাইগার ব্যাটসম্যানরা। সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম জুটি মিলে গড়েছেন ১৪২ রানের রেকর্ড। বিশ্বকাপে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
অন্যদিকে তিন ফরম্যাট মিলে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। আবার এই ম্যাচে আরেকটি মাইলফলক স্থাপন করেন বিশ্বসেরা এই অল রাউন্ডার। লাল-সবুজ জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট ও পাঁচ হাজার রান এখন সাকিবের দখলে।
সাকিব এই এলিট ক্লাবের সদস্য হয়েছেন সবচেয়ে কম ম্যাচ (১৯৯) খেলে। যেখানে একই রেকর্ড গড়তে শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া খেলেছেন ৩০৪ ম্যাচ। তাছাড়া পাকিস্তানের শহীদ আফ্রিদি (২৭৩), আব্দুল রাজ্জাক (২৩৪) এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসকে (২৯৬) ম্যাচ খেলতে হয়েছে। এছাড়া সাকিবই একমাত্র অলরাউন্ডার যিনি ২০০ এর কম ম্যাচ খেলে এই কীর্তি গড়লেন।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে।
সারাবাংলা/জেএইচ