প্রোটিয়া গ্যালারিতে থেকে ভেসে এল ‘আহ্’
২ জুন ২০১৯ ১৮:৪৩ | আপডেট: ২ জুন ২০১৯ ১৯:৫২
কী নিষ্ঠুর ক্রিকেট! সাকিব, মুশফিকের ধারালো ব্যাটে ওভালের লাল সবুজের গ্যালারিতে যখন উল্লাসের মাতম উঠছে ঠিক তখন প্রোটিয়া গ্যালারি আচ্ছাদিত ‘আহ’ এবং ‘ও নো’ বাচক শব্দ! একটি রান কিংবা বাউন্ডারি হলেই শব্দগুলো মনের অজান্তেই বেরিয়ে আসছে। এনগিদি, মার্করাম, ফেলুকাওয়ো, তাহিরদের পিটিয়ে এলোমেলো করে দেওয়া ব্যাটিং তাদের বুকে যেন শেল হয়ে বিঁধছে।
এ যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। সাকিব, মুশফিকের ব্যাটের ঝাঁঝ সইতে না পেরে আসন থেকেই উঠে যাচ্ছেন প্রোটিয়া সমর্থকেরা। বলছিলাম রোববার (২ জুন) লন্ডনের কেনিংটন ওভালে চলমান বিশ্বকাপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের কথা।
বলা বাহুল্যই হবে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছে স্টিভ রোডস শিষ্যরা। দুই ওভার বিরতিতে দুই ওপেনার তামিম ও সৌম্য ফিরে গেলেও দলীয় রান তখন নেহায়াতই কম না (৭৫)। সেই ভিতকে পুঁজি করে দৃঢ় ব্যাটে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা। আর এই বিষয়টিই প্রোটিয়া সমর্থকদের মনে টানা দুই হারের শঙ্কার কালো মেঘ জমেছে।
দারুণ ক্লাসিক ব্যাটে সাকিব ইতোমধ্যেই ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ফিফটি তুলে নিয়েছেন আর মুশফিক ৩৪তম। ব্যাট হাতে টাইগারদের জ্বলে ওঠায় প্রতিপক্ষ শিবিরের সমর্থকদের চোখে নিদারুণ জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সারাবাংলা/এমআরএফ/জেএইচ