Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশনের আগে সৈনিকদের আরেকটু জানুন


২ জুন ২০১৯ ১৩:৫৪ | আপডেট: ২ জুন ২০১৯ ১৫:১০

বিশ্বকাপে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে ১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে। সেই বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয়। সেই সঙ্গে ওই বিশ্বকাপে বাংলাদেশ স্কটল্যান্ডকেও হারিয়ে দেয়। সবমিলিয়ে বিশ্বকাপে মোট ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১১টিতে জয় পেয়েছে টাইগাররা, হেরেছে ২০টিতে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। জয়ের হার ৩৫.৪৮ শতাংশ।

বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপ স্কোয়াড:
মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

অধিনায়ক: মাশরাফি বিন মোর্ত্তজা।
সহ অধিনায়ক: সাকিব আল হাসান।
সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়: মাশরাফি (২০৯ ম্যাচ)।
সবচেয়ে বেশি রান: তামিম ইকবাল (৬৬৩৬)।
সবচেয়ে বেশি সেঞ্চুরি: তামিম ইকবাল (১১টি)।
সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি: তামিম ইকবাল (৪৬টি)।
সবচেয়ে বেশি ব্যাটিং গড়: সৌম্য সরকার (৩৬.৬৭)।
সবচেয়ে বেশি উইকেট: মাশরাফি বিন মোর্ত্তজা (২৬৫টি)।

বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান সাকিব আল হাসান। ২১ ম্যাচে ৩০.০০ গড়ে ৫৪০ রান করেছেন এ অলরাউন্ডার। ব্যাটিংয়ের মতো বল হাতেও বাংলাদেশের সেরা বোলার সাকিব। তিন আসর খেলে ৩৫.৩৮ গড়ে মোট ২৩টি উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।

সবচেয়ে সিনিয়র খেলোয়াড়: মাশরাফি বিন মোর্ত্তজা (৩৫ বছর ২৪০ দিন)।
সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়: মেহেদি হাসান মিরাজ (২১ বছর ২২০ দিন)।
বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলের খেলোয়াড়দের গড় বয়স ২৭.৮ বছর

বিজ্ঞাপন

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্ত্তজা প্রত্যেকেই খেলছেন নিজের চতুর্থ বিশ্বকাপ। মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন নিজের তৃতীয় বিশ্বকাপ

এই পাঁচ ক্রিকেটার ছাড়া কেবল সৌম্য সরকার ও সাব্বির রহমানের অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে।

ব্যাটসম্যান: ১১ জন (সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন)।
অলরাউন্ডার: ৭ জন (সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ এবং সৌম্য সরকার)।
স্পিনার: ৫ জন (সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ)।
পেসার: ৫ জন (মাশরাফি বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি)।

প্রথমবারের মতো বিশ্বকাপ: ৭ জন; লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আবু জায়েদ রাহি।

বাংলাদেশ বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য আসে ২০১৫ বিশ্বকাপে। সেবার টাইগাররা কোয়ার্টার ফাইনাল খেলেছিল। তার আগে ২০০৭ সালে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর