একে অপরকে বধের কৌশল টাইগার-প্রোটিয়াদের
২ জুন ২০১৯ ১৩:১০ | আপডেট: ২ জুন ২০১৯ ১৩:৪৩
ক্রিকেটের মহারণে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে রোববার (২ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ম্যাচের আগে বিশ্বকাপে আফ্রিকার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে টাইগাররা। যার মাত্র একটিতে জয় টাইগারদের।
এ ম্যাচ দিয়ে বিশ্বকাপে আফ্রিকার বিরুদ্ধে নিজেদের জয়ের হিসেবটা আরও সমৃদ্ধ করতে চায় বাংলাদেশ। আর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হারের ক্ষত ভুলে নতুন শুরু করতে চায় প্রোটিয়ারা। লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩.সাকিব আল হাসান ৪. মুশফিকুর রহিম ৫. মোহাম্মদ মিঠুন ৬. মাহমুদুল্লাহ রিয়াদ ৭. সাব্বির রহমান ৮. মেহেদী হাসান মিরাজ ৯. মাশরাফি বিন মোর্ত্তজা ১০. রুবেল হোসেন ১১. মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: ১.কুইন্টন ডি কক, ২. এইডেন মার্করাম, ৩. ফাফ ডু প্লেসিস, ৪. র্যাসে ভ্যান ডার ডুসেন, ৫. ডেভিড মিলার, ৬. জেপি ডুমিনি, ৭. অ্যানাইল ফেলুকাও, ৮. ডুয়্যান প্রিটোরিয়াস, ৯. কাগিসো রাবাদা, ১০. লুঙ্গি এনগিডি, ১১. ইমরান তাহির।
উইকেটের অবস্থা: নিজের প্রথম ম্যাচে এই মাঠেই ইংলিশদের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশের বিপক্ষের ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই উইকেটে। তাই এই মাঠ এবং পিচ সম্পর্কে বেশ ধারণা আছে প্রোটিয়াদের। ওভালে এর আগের তিন ম্যাচের দুটিতেই বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। আর পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র ম্যাচটি।
উদ্বোধনী ম্যাচের মতো এই ম্যাচের উইকেটটিও হবে একই রকম। আর সে ম্যাচের মতো সবুজ উইকেটই অপেক্ষা করছে টাইগারদের জন্য। কিছুটা বাউন্স থাকবে মাঠে, আর এই বাউন্স খেলা কষ্টসাধ্য হবে ব্যাটসম্যানদের জন্য। পিচে স্পিন কিছুটা কার্যকর হবে বলেও মনে করা হচ্ছে। প্রথম ম্যাচেই দেখা গেছে পিচে স্পিন কিছুটা কার্যকর হয়ে উঠছিল। আর এ ম্যাচে তাই বাংলাদেশকে কিছুটা সাহায্যও করতে পারে পিচ। এই পিচে ধীর গতির বোলারদের খেলাটা একটু মুশকিল এমনটি বলেছেন ইমরান তাহির। তবে তারপরেও এখানে বড় স্কোর গড়া সম্ভব।
গুরুত্বপূর্ণ কৌশল আর পরিসংখ্যান: কুইন্টন ডি কক ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফির পর অর্ধশতককে শতকে পূর্ণ করার সাফল্য শতকরা মাত্র ২০ ভাগ। তবে বাংলাদেশের বিপক্ষে ডি ককের রেকর্ড বেশ ঈর্ষণীয়। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং গড় প্রায় ৬৬ ডি ককের। আর একশ’র কাছাকাছি তার স্ট্রাইক রেটও। সেই সাথে গেল এক বছরে রান সংগ্রাহকের তালিকায় ৮১০ রান নিয়ে প্রোটিয়া ব্যাটসম্যানদের ভেতরে সবার ওপরে এই উইকেটকিপার ব্যাটসম্যানই। তাই টাইগারদের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব ডি কককে ফেরানো।
টস জিতে আগে ব্যাট নিলে বাংলাদেশ চাইবে স্কোরবোর্ডে ৩০০’র অধিক রান দাঁড় করাতে। কারণ ২০১৭ সালের পর থেকে ৩০০’র অধিক রানের বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা।
ইংলিশদের বিপক্ষে ব্যর্থতা ভুলে জয়ের ধারায় ফেরার লক্ষ্যে আফ্রিকা অভিজ্ঞ ডুমিনিকে বাদ রেখে দলে অন্তর্ভূক্ত করতে পারেন ডেভিড মিলারকে। ২০১৫ বিশ্বকাপের পরে ডুমিনির ব্যাটিং গড় মাত্র ২৭, যেখানে মিলারের ব্যাটিং গড় ৪০ এর ওপরে। আর স্ট্রাইক রেটের দিক থেকেও ডুমিনি ঢের পিছিয়ে আছে মিলারের থেকে।
এ ম্যাচে আর একটি উইকেট নিতে পারলে পঞ্চম ক্রিকেটার হিসেবে ওডিআইতে ২৫০ উইকেট এবং ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দু’দলের বিশ্বকাপের চারবারের দেখায় এক জয় বাংলাদেশের আর তিন জয় দক্ষিণ আফ্রিকার। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দু’দলের ২০ বারের দেখায় ১৭ হারের বিপরীতে মাত্র ৩ জয় টাইগারদের।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।
** বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের খুঁটিনাটি
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার প্রোটিয়াস বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা র্যাবিটহোল