উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার
৩০ মে ২০১৯ ১৫:০৪ | আপডেট: ৩০ মে ২০১৯ ২২:১৮
বৃহস্পতিবার (৩০ মে) বিশ্বকাপের মূল পর্বের পর্দা উঠছে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
দুপুর সাড়ে তিনটায় মাঠে গড়াবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি। নিজেদের ডেরায় সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে ইংল্যান্ড দল। পাকিস্তানকে ৪-০ ব্যবধানে ধবল ধোলাই করেছে ইয়ন মরগানের দল। তবে প্রস্তুতি ম্যাচের আগে চোটের সামনে পড়তে হয়েছে ইংলিশদের। ফিল্ডিং অনুশীলনের সময় অধিনায়ক মরগানের আঙুলে ইনজুরি আর বোলিং করার সময় মার্ক উড এবং জোফরা আরচার হালকা ইনজুরিতে পড়েন। তবে উদ্বোধনী ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠেছেন পুরো দলই।
আর অন্যদিকে সব সময়ের মতো ধারবাহিক দক্ষিণ আফ্রিকা দল। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে বেশ ভয়ংকর দল হিসেবেই বিশ্বকাপের মঞ্চে আফ্রিকা। দলের আছে হাসিম আমলা আর কুইন্টন ডি ককের মতো ব্যাটসম্যান।
বিশ্বকাপকে লক্ষ্য নির্ধারণ করে মূল পর্বের লড়াই দু’দলের। একচুল ছাড় দিতে নারাজ একে অপরকে। নিজেদের সেরা দল নিয়েই তাই মাঠে নামছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইসিসির বাংলাদেশ অঞ্চলের ডিজিটাল ব্রডকাস্টিং পার্টনার র্যাবিটহোল । আর দেশের জনপ্রিয় টিভি চ্যানেল জিটিভিতে দেখা যাবে খেলা। আর প্রতি মুহূর্তের সংবাদ জানাতে প্রস্তুত সারাবাংলা ডটনেটও। এছাড়াও প্রতিটি ম্যাচের লাইভ স্কোর পাঠকের ফেসবুক ইনবক্সে পৌঁছানোর জন্যে থাকছে সারাবাংলার নতুন উদ্যোগ নিউজ বট।
সারাবাংলা/এসএস
ইংল্যান্ড-দক্ষিন আফ্রিকা উদ্বোধনী ম্যাচ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯