Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠিক আছেন মাশরাফি


২৯ মে ২০১৯ ১৮:০২ | আপডেট: ৩০ মে ২০১৯ ১২:২৫


সাইডস্ট্রেনের চোট মাশরাফির আগে থেকেই ছিল। গতকাল ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি খেলতে গিয়ে আবার টান লাগায় ব্যথাটি ফিরেছে। তবে এতে ভাবনার কিছু নেই। অল্প চিকিৎসাতেই সেরে উঠবেন বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের দলপতি।

কয়েক ঘণ্টা থেকে দেশের সংবাদমাধ্যমগুলোতে মাশরাফিকে নিয়ে শঙ্কা সাজিয়ে খবর প্রকাশ করা হচ্ছে। তবে, বিশ্বকাপের শুরু থেকেই লাল সবুজের দলের ব্যাটন হাতে নড়াইল এক্সপ্রেসকে দেখা যাবে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মে) সারাবাংলা.নেটকে এ তথ্য দিলেন বিশ্বেকাপে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সুজন জানালেন, ‘মাশরাফি সেভাবে ইনজুরড না, ওরকম কিছুই না। খেলতে গিয়ে পায়ে টান পরেছে। এটা এমন কিছু না। একটু ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে।’

বিশ্বকাপ শুরুর আগে কিংবা চলাকালীন চোট যে কোনো দলের জন্যই দুঃসংবাদ। সাকিব, মাহমুদউল্লাহরা কিছুটা চোট পেলেও তারা দ্রুতই সেরে উঠেছেন। আশার কথা হলো, এখনো এমন কোনো দুঃসংবাদ লাল সবুজের দলে আসেনি। টুর্নামেন্টের শেষ অবধি যেন না আসে সেটাই প্রত্যাশা।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ইনজুরি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর