Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ফারুকের ‘ট্রাম্প কার্ড’ সাকিব


২৯ মে ২০১৯ ১৭:৫২

লাল সবুজের জার্সি গায়ে তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছেন। সবকিছু ঠিক থাকলে এটি হবে তার চতুর্থ। মাঠের বাইরে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। আজ এটা করেন, তো কাল সেটা। আর তাতে করে হরহামেশাই ঠাঁই মেলে সংবাদপত্রের শিরোনামে। কিন্তু তাতে তার কিছুই এসে যায় না। সব বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সমান তালে পারফর্ম করে যাচ্ছেন লাল-সবুজের এই ‘ম্যান অন অ্যা মিশন’। তার ফিটনেস দেখে সমালোচকদের চোখও কপালে।

বিজ্ঞাপন

পাঠকেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আলোচনাটি কাকে নিয়ে। হ্যাঁ, সেই সাকিবকে নিয়েই মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

তার ভাষ্যমতে, ‘ত্রিদেশীয় সিরিজে সাকিবের বলে যে টার্ন আমরা দেখেছি, আমার বিশ্বাস ইংল্যান্ডের কন্ডিশনেও সে এমন বোলিং উপহার দেবে। আপনারা দেখবেন বিশ্বকাপে সে হবে আমাদের ট্রাম্প কার্ড। তাছাড়া তার অভিজ্ঞতাও অনেক। তিনটি বিশ্বকাপ অলরেডি খেলে ফেলেছে। এটা হবে তার চার নাম্বার। সেদিক থেকে সাকিবের আত্মবিশ্বাসটা থাকবে একেবারে তুঙ্গে।’

বিশ্বকাপে লাল সবুজের অভিজ্ঞদের তালিকায় আরো কয়েকটি নাম উল্লেখ করলেন এই ক্রিকেট বোদ্ধা। যেখানে ঠাঁই মিলেছে মাশরাফি, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনের নাম। ইংল্যান্ডের কন্ডিশনে যারা ব্যাটে-বলে সিদ্ধহস্ত।

বিশ্বকাপ মিশনে বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের দলপতি মাশরাফির ওপরেও ফারুকের আস্থার সামান্যতম কমতি নেই। তার নিপুন নেতৃত্বের প্রশংসা তিনি বরাবরই করে থাকেন। নড়াইল এক্সপ্রেসের বৈচিত্রময় উইকেট টেকিং বোলিংয়েরও নিখাঁদ ফ্যান তিনি। বৈশ্বিক আসরে টাইগারদের পেস আক্রমণ বিভাগে তার বিকল্প এখনও ফারুকের দৃষ্টি সীমায় ধরা দেয়নি, ‘অনেকেই বলে মাশরাফির বয়স হয়ে গেছে। বলে আগের মতো ধার নেই। আমার তো মনে হয় এখনো মাশরাফিই আমাদের পেস আক্রমণে সেরা। অধিনায়কত্বেও সে অনেকের চাইতে অনেক এগিয়ে।’

পেস আক্রমণ বিভাগে আরো এক বোলারের নাম উচ্চারণ করলেন ফারুক। তিনি আর কেউ নন, মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর যারা নিয়মিত রাখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের শুরুতে মোস্তাফিজকে চেনা ছন্দে দেখা যায়নি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার কাটার, স্লোয়ার যাদুতেই এক ম্যাচ হাতে রেখে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে স্টিভ রোডস শিষ্যরা। একই ফর্ম তিনি বিশ্বকাপে নিয়ে যেতে পারলে পেস আক্রমণে বাংলাদেশ আরও পরাক্রমশালী হয়ে উঠবে বলে বিশ্বাস ফারুকের।

সাবেক এই দলপতি যোগ করেন, ‘মোস্তাফিজ সম্ভবত ত্রিদেশীয় সিরিজের শুরুতে কিছুটা ছন্দহীনতায় ভুগছিল। পরে কিন্তু নিজেকে ফিরে পেয়েছে। এই ফর্মটা বিশ্বকাপে নিয়ে যেতে পারলেই হলো।’

ব্যাটিংয়ের আলোচনায় ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে কন্ডিশন এবং ফর্ম বিবেচনায় কাকে নামানো হবে সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ওপরেই ছেড়ে দিয়েছেন সাবেক এই টাইগার প্রধান নির্বাচক। তিনে সাকিবকে খেলানো তার মতে ঠিকই আছে। পরের অর্ডার নিয়েও কোনো জটিলতা দেখছেন না ফারুক।

আর এই দলটিকে নিয়েই বিশ্বকাপে বাংলাদেশ শেষ চারের স্বপ্ন দেখতে পারে বলে তিনি আশ্বস্ত করলেন, ‘যে দলটা হয়েছে একদম খারাপ হয়নি। বোলিংয়ে আমাদের বাঁহাতি স্পিনার, ডানহাতি স্পিনার আছে। পেসাররাতো আছেই। যদিও লেগ স্পিনার নেই। ব্যাটিং অর্ডারটা আমরা ত্রিদেশীয় সিরিজ থেকেই দেখার সুযোগ পেয়েছি। আমাদের কিছু প্লেয়ার আছে যাদের ৩টা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। এই দিক থেকে বিবেচনা করলে মনে হয় দলটা বেশ ভারসাম্যপূর্ণ। অতীত ইতিহাসে যে দেশগুলো বিশ্বকাপে ভালো খেলেছে তাদের কিন্তু এমন কিছু প্রতিষ্ঠিত প্লেয়ার ছিল। আমরা কিন্তু এদিক থেকে সেমি ফাইনালের দৌঁড়ে এগিয়ে আছি।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

** মাশরাফিরা ফাইনালে খেললেও অবাক হবেন না আতাহার
** রফিকের কাছে ‘বিশ্বকাপ বিশ্বকাপই’

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ফারুক আহমেদ বিশ্বকাপ স্পেশাল সাকিব সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর