Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্প সংগ্রহে ইংলিশদের গুটিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে


২৯ মে ২০১৯ ১৭:৪৭

জিম্বাবুয়ে বনাম ইংল্যান্ড (আলবুরি, ১৯৯২)। আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে হইচই ফেলে আন্ডারডগের তকমা পেয়ে যাওয়া জিম্বাবুয়ে ১৯৯২ বিশ্বকাপ খেলতে আসে দুর্বল দল হিসেবেই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাই সবাই ইংল্যান্ডের জয় ধরে নিয়েছিল অবধারিত।

কিন্তু ম্যাচের ফলাফলে আসে বিশ্বকাপ ইতিহাসে আরেকটি অঘটন। বোলিং সহায়ক পিচে প্রথমে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে ৪৭ ওভারে ১৩৪ রানে অলআউট হয়। ইংলিশরা আয়েশ করেই জয়ের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু, জিম্বাবুয়ে ইংলিশদের ৯ রানে হারিয়ে দেয়।

বিজ্ঞাপন

তখনকার পুঁচকে জিম্বাবুয়েকে উড়িয়ে দিতে ইংল্যান্ডের ইয়ান বোথাম ও ইলিংওয়ার্থ ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান ইংল্যান্ডের গ্রায়েম গুচ। টপ অর্ডারে কেউ ভালো জুটি গড়তে না পারলে ৪৩ রানেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। নেইল ফেয়ারব্রাদার ও অ্যালেক্স স্টুয়ার্ট লোয়ার মিডল অর্ডারে নেমে কিছুটা চেষ্টা করলেও তা বৃথা যায় জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিং এবং ফিল্ডিং এর কারণে।

১২৫ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ইডো ব্রান্ডেস। বিশ্বকাপে টানা ১৮টি হারের পরে ম্যাচ জেতে জিম্বাবুয়ে।

সারাবাংলা/এসবি/এমআরপি

ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ জিম্বাবুয়ে

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর