Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতেছে লাওস, হারেনি বাংলাদেশ


২৮ মে ২০১৯ ১৯:২৫ | আপডেট: ২৮ মে ২০১৯ ১৯:৩৩

ঢাকা: বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ও লাওস ফুটবল দল। একদিকে ব্যস্ত বিপিএলের বিরতি থাইল্যান্ড ক্যাম্পে নিজেদের প্রস্তুত করছে লাল-সবুজরা। লাওস ম্যাচকে সামনে রেখে প্রথম প্রস্তুতি ম্যাচটাও খেলে ফেললো জামাল ভূঁইয়ার। অন্যদিকে লাওসও প্রস্তুতি নিচ্ছে দু’মাস আগে থেকে। আজ তারাও শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচে নেমেছিল।

থাইল্যান্ড ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের দল এয়ার ফোর্স ইউনাইটেডের সঙ্গে আজ বাংলাদেশ দল নেমেছিল নিজেদের লেভেল জানার লক্ষ্য নিয়ে। সে ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করেছে জেমি ডে’র শিষ্যরা। অন্যদিকে এই দিন লাওসের মাঠে এগিয়ে থেকেও স্বাগতিকদের কাছে হেরেছে লঙ্কানরা। ২-১ ব্যবধানে জয় নিয়ে প্রস্তুতি সেড়েছে লাওস।

বিজ্ঞাপন

থাইল্যান্ডে ১০ দিনের বিশেষ ক্যাম্প মূলত বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচ লাওসকে ঘিরে। ৫ জুন লাওসের মাটিতে খেলবে বাংলাদেশ। ১১ জুন লাওসকে আতিথ্য দিবে লাল-সবুজরা।

এ ম্যাচকে ঘিরেই যত পরিকল্পনা দু’দলের। সেই পরিকল্পনার একটা অংশ হলো প্রস্তুতি ম্যাচ খেলা। থাইল্যান্ডের দুটি ক্লাবের সঙ্গে ম্যাচের লক্ষ্য নিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ছিল নিজেদের লেভেলটা বোঝাপড়ার লক্ষ্য। সেই লক্ষ্যে প্রথম ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। ৪ মিনিটে বিপলুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৬ মিনিটে চাইডেহর গোলে সমতায় ফেরে থাই ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ওই রেজাল্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

লাওস ম্যাচের আগে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেড। ৩ জুন লাওসের উদ্দেশ্যে রওনা দেবে লাল-সবুজরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের চূড়ান্ত দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান ‍জিকো ও মাজহারুল ইসলাম। রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, নাসিরউদ্দিন চৌধুরী। মাঝমাঠ: ইমন মাহমুদ, সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম ও রাকিব হোসেন। আক্রমণভাগ: নবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ ও আরিফুর রহমান।

সারাবাংলা/জেএইচ

বাংলাদেশ বিশ্বকাপ প্রাক বাছাইপর্ব লাওস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর