শিরোপা উৎসবে মাততে চায় টাইগার ভক্তরা
২৮ মে ২০১৯ ১৮:২৫ | আপডেট: ২৮ মে ২০১৯ ১৯:৩৮
সকাল থেকেই কার্ডিফের আকাশে মেঘের আনাগোনা। এই বুঝি বৃষ্টি এলো… এমন শঙ্কা নিয়ে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সংবাদ সংগ্রহে বের হই। ভাগ্যদেবীর প্রশন্ন দৃষ্টি থাকায় বৃষ্টি বাধা ছাড়াই মাঠে প্রবেশ করি। স্থানীয় সময় তখন সকাল ৯টা ৪৭ মিনিট। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘের চোখ রাঙানিও বাড়ছিল। শুধু বৃষ্টি হয়ে নেমে আসছিল না, এই যা।
ফলে নির্ধারিত সময় সকাল ১০টায় নির্বিঘ্নেই টস হয়ে গেল। যেখানে জিতল বাংলাদেশ আর হারলো ভারত। লাল সবুজের দলপতি মাশরাফি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানিয়ে ড্রেসিং রুমে ফিরে গেছেন। এর ঠিক ৯ মিনিট অতিক্রম না হতেই আকাশের বুক চিড়ে বৃষ্টি নেমে আসে শত সহস্র ধারায়। অমনি আরেকটি ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা ভর করে মনের গহীনে।
আকাশে মেঘের ঘনঘটা আর ঝিরিঝিরি বৃষ্টি… তবে এমন বৈরী আবাহাওয়াতেও বিশ্বকাপ উন্মাদনা ছিল চরমে। ওভার কোট পড়ে, হুডি ও ছাতা মাথায় বৃষ্টিকে থোরাই কেয়ার করে দুই দেশের পতাকা ও জার্সি পড়ে স্টেডিয়ামে আসছিলেন অগনিত ক্রিকেট ভক্ত। তবে ভারতের সমর্থক সংখ্যাই বেশি। পক্ষান্তরে বাংলাদেশের সমর্থক হাতে গোনা কয়েকজন মাত্র।
ভারত ভক্তদের ভীড়ে লাল সবুজের এক জার্সিতে চোখ আটকে গেল। বয়স ৪০ কি ৪২ হবে। ভদ্রলোক এসেছেন কার্ডিফের নিউপোর্ট থেকে। ভারত সমর্থকদের সঙ্গে মাঠে প্রবেশের অপেক্ষায়। তার কাছে গিয়ে এই ম্যাচ নিয়ে প্রত্যাশা জানতে চাই। যা জানাতে গিয়ে প্রত্যাশার মাত্রা শুধুই এই ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখলেন না, গিয়ে ঠেকল সেমি ফাইনালে। ফাইনালে মাশরাফিরা শিরোপা জিতলেও নাকি তিনি অবাক হবেন না।
তিনি জানালেন, ‘বাংলাদেশ খুবই ভালো খেলবে। বাংলাদেশ কিন্তু সবসময় ভারতের বিপক্ষে ভালো খেলে থাকে। আমি ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের খেলা দেখতে গিয়েছিলাম, যেখানে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল। আমি আশা করি আমার দেশ এবারো ভালো করবে। বাংলাদেশ ট্রফি নিলেও আমি অবাব হবো না। সেমি ফাইনাল অবশ্যই খেলবে। আমাদের সাথে অভিজ্ঞ ও নতুন প্লেয়াররা আছে যা অন্যান্য দলে নেই। আমরা কিন্তু সবসময় দল হিসেবে খেলে থাকি।’
তার ঠিক উল্টোদিকে আরেক টাইগার সমর্থককে দেখা গেল। নাম সামি, যিনি কী না বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিটি ম্যাচেই বিজয়ীর বেশে দেখতে চাইছেন। তিনি জানালেন, ‘বাংলোদেশ আজকে জিতবে। প্রত্যাশা উইন উইন অ্যান্ড উইন।’
তাদের সঙ্গে কথা শেষ না হতেই মাঠ থেকে ভক্তদের করতালি ও হর্ষধ্বনি ভেসে এলো। বুঝতে বাকি রইল না ইংল্যান্ডের বহুরূপি বৃষ্টি থেমে খেলা মাঠে গড়িয়েছে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি