তামিমকে নিয়ে চিন্তা নেই
২৮ মে ২০১৯ ১৭:২৫ | আপডেট: ২৮ মে ২০১৯ ১৯:৩৮
গতকাল ফিল্ডিং অনুশীলনের সময় পিছলে পড়ে উরুর কিছুটা ওপরে ব্যথা পেয়েছিলেন তামিম ইকবাল। স্বস্তির খবর হলো তার চোট ততটা প্রকট নয়। তবে তার ব্যাপরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ফলে সোফিয়া গার্ডেনসে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছেন না।
মঙ্গলবার (২৮ মে) সারাবাংলা.নেটকে এ তথ্য দিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ দলের পর্যবেক্ষক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি জানালেন, স্ক্যান করার মতো কিছু হয়নি। গ্লুটসে হালকা ব্যথা আছে। কিন্তু ওরকম না যে স্ক্যানই করাতে হবে। প্রিকশন হিসেবে খেলানো হচ্ছে না। তামিম আজকে খেলছে না। যেহেতু তামিম টানা খেলার মধ্যে, রানের মধ্যে আছে সেহেতু টিম ম্যানেজমেন্ট চাপাচাপি করেনি।
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। টাইগারদের সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি