Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে ফিল্ডিংয়ে নামবে টাইগাররা


২৮ মে ২০১৯ ১৫:০৪ | আপডেট: ২৮ মে ২০১৯ ১৫:৪৬

বিশ্বকাপের মূল মঞ্চের লড়াই শুরুর আগে দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (২৮ মে) ভারতের বিপক্ষে আর কিছু পরে মাঠে নামার কথা বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা। ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টিতে সঠিক সময়ে নামা হয়নি দুই দলের। পরে বৃষ্টি থেমে গেলে ৮ মিনিট পর শুরু হয় ম্যাচটি।

বিজ্ঞাপন

এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছিল, তাই তো ভারতের বিপক্ষেই নিজেদের ঝালিয়ে নেওয়ার একমাত্র সুযোগ পাচ্ছে টাইগাররা। আদতে প্রস্তুতি ম্যাচ হলেও একে অপরকে ছাড় দিতে নারাজ দু’দলই। ভৌগলিক অবস্থান পাশাপাশি হওয়ায় দুদেশের দ্বৈরথটা বেড়ে যায় সব সময়। হোক সেটা প্রস্তুতি ম্যাচ কিংবা বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।

এ ম্যাচে টাইগাররা নিজেদের সেরা একাদশ বেছে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে। আর ভারত চাইবে নিজেদের ধারাবাহিকতা ফিরে পেতে। দু’দলের শেষ দেখায় অবশ্য শেষ হাসিটা হেসেছিল ভারতই। তবে এবার নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশও।

বিশ্বকাপ মিশনে নামার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। আর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক শিরোপা জিতেছে টাইগাররা। সেটিও আবার অপরাজিত থেকে। টাইগার বোলাররা আছেন দারুণ ফর্মে আর ব্যাটসম্যানদের ব্যাটেও আসছে ধারাবাহিক রান। সব মিলিয়ে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ আছে দুর্দান্ত ফর্মে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টস টাইগার বাংলাদেশ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর