Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মূল পর্বের পিচে ব্যাটসম্যানরা সুবিধা পাবে: জাদেজা


২৭ মে ২০১৯ ১২:১৮

ইংল্যান্ডে ভারতের শুরুটা মনের মতো হয়নি। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে লজ্জাজনক ভাবে। আর তা নিয়েই কথা বলেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ নিয়েও মাত্র ১৭৯ রানে অল আউট। ট্রেন্ট বোল্টের বোলিংয়ের সামনে সব যেন ধুলোর মতো উড়ে গেল। বোল্টের সুইং বুঝে ওঠার আগেই সাজঘরে ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানরা।

আর নিজেদের ব্যাটিং বিপর্যয় নিয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং কিউইদের বিপক্ষে সেরা পারফর্মার জাদেজা।

ভারতীয় অধিনায়ক ব্যাটিং ব্যর্থ নিয়ে বলেছেন, ‘আমরা যেভাবে ছক কষেছিলাম ব্যাপারটা ঠিক সেভাবে হয়নি। ইংল্যান্ডের আবহাওয়া সব সময় পেসারদের জন্য বাড়তি সুবিধা যোগায় তাই আকাশ একটু মেঘলা থাকলে এ রকম হতেই পারে।’

কোহলি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের মতো বড় মঞ্চের প্রতিযোগিতায় মাঝে মধ্যে টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হতে পারে। আর তখন দায়িত্ব পড়ে শেষদিককার ব্যাটসম্যানদের উপর। নিজেদের তৈরি রেখে দলের হাল ধরে দলকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়াটাই তাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় তখন।’

কিউইদের বিপক্ষে ম্যাচে ভারতীয় লোয়ার অর্ডারের হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজা দারুণ ব্যাটিং করে দলকে বিপর্যয়ের সময় সমর্থন যুগিয়েছে। আর এ বিষয়টিকে নিজেদের ভাল দিক হিসেবেই দেখছেন।

কোহলি ছাড়াও ভারতের ব্যাটিং বিপর্যয় নিয়ে কথা বলেছেন জাদেজা। ইংল্যান্ডের পেস বান্ধব পিচ নিয়ে কথা বলেন জাদেজা। বিশ্বকাপ শুরুর আগে এমন পেস বান্ধব পিচে খেলে জাদেজার অভিমত, ‘বিশ্বকাপের মূল পর্ব শুরু হলে পিচ বদলে যাবে। ইংল্যান্ডের আবহাওয়া যেমন হয়, সে রকমই ছিল। উইকেটটা প্রথম দিকে একটু নরম ছিল। যা পেস বোলারদের বাড়তি সুবিধা দিয়েছে। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, তত ব্যাটিংয়ের জন্য ভাল হয়েছে। আমরা আশা করছি বিশ্বকাপ শুরু হলে পিচে এত ঘাস থাকবে না আর ব্যাটসম্যানরাও সুবিধা পাবে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করবে কোহলি-ধোনিরা। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় ইংল্যান্ডে নিজেদের ঝালিয়ে নেওয়াটা হয়নি টাইগারদের। তবে আয়ারল্যান্ডে দলের পারফরম্যান্স বিশ্বকাপে ভাল করার আত্মবিশ্বাস যোগাচ্ছে মাশরাফিদের।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর