Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের সামনে হারের বৃত্তে থাকা পাকিস্তান


২৫ মে ২০১৯ ২২:০৫

বিশ্বকাপ মিশন শুরুর আগে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে আত্মবিশ্বাসে টইটুম্বুর টাইগাররা। বিশ্বযুদ্ধে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও দুটি সুযোগ পাচ্ছে মাশরাফির দল। তারই একটি প্রস্তুতি ম্যাচে রোববার (২৬ মে) মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি।

এই পাকিস্তানকেই গত এশিয়া কাপে হারিয়েছিল টাইগাররা। এমনকি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতেও টাইগারদের বিপক্ষে জিততে পারেনি সরফরাজ আহমেদের দলটি। কার্ডিফের প্রস্তুতি ম্যাচেও লাল-সবুজদের লক্ষ্য ঝালিয়ে নেওয়ার ম্যাচে নিজেদের আবারো সুগঠিত করা। ২৮ মে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে টাইগাররা লড়বে ভারতের বিপক্ষে।

বিজ্ঞাপন

বাংলাদেশ যেখানে নামবে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের আনন্দ নিয়ে, পাকিস্তান সেখানে নামবে টানা হারের বৃত্তে থেকে। নিজেদের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছে টাইগাররা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছিল মাশরাফির দল। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় টাইগাররা।

এই বিশ্বকাপে অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। মাশরাফি, সাকিব, তামিম আর মুশফিক খেলতে যাচ্ছেন চতুর্থ বিশ্বকাপ। মাহমুদউল্লাহ খেলবেন তার তৃতীয় বিশ্বকাপ। সৌম্য, মোসাদ্দেক, রাহি, রুবেল, মোস্তাফিজরাও আছেন দুর্দান্ত ফর্মে।

বিজ্ঞাপন

এদিকে, বিধ্বস্ত অবস্থায় পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সবকটি ও ইংল্যান্ড সিরিজে চারটি সহ টানা দশ ম্যাচ হারের ক্ষত নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখতে হচ্ছে তাদের।

আগামী ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২ জুন, প্রতিপক্ষ প্রোটিয়ারা।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার পাকিস্তান প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর