বায়ার্ন, বার্সা রাতে নামছে ডাবল জয় নিশ্চিতে
২৫ মে ২০১৯ ১২:০৮ | আপডেট: ২৫ মে ২০১৯ ১৭:২৬
স্প্যানিশ লা লিগার এবারের শিরোপা বার্সেলোনার ঘরে আর জার্মান বুন্দেসলিগা যথারীতি বায়ার্নের। লিগ শিরোপা নিশ্চিত হয়েছে লিগ শেষ হওয়ার আগেই। এবার দু’দলের সামনেই আছে ঘরোয়া ডাবল জয়ের সুযোগ।
স্প্যানিশ কোপা দেল রে’তে রাতে বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। আর ওদিকে জার্মান পোকালের ফাইনালে লেইপজিগের বিপক্ষে লড়বে বায়ার্ন মিউনিখ। ফাইনাল জিতলেই নিশ্চিত ডাবল জয়।
রাত একটায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো কোপা দেল রে জেতার সুযোগ বার্সেলোনার কাছে। আর শেষ দশ বছরে সপ্তম কোপা জয়ের সুযোগ।
গেল মৌসুমে রানার্স আপ বায়ার্নের সামনে আছে এবার শিরোপা জয়ের সম্ভবনা। গত মৌসুমে লেইপজিগকে ডিএফবি পোকালের দ্বিতীয় রাউন্ডে হারিয়েছিল বায়ার্ন। আর সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে বায়ার্নের চার জয়ের বিপক্ষে মাত্র এক জয় লেইপজিগের।
জার্মান ডিএফবি পোকালের ফাইনাল শুরু হবে রাত ১২টায়।
ইউরোপের দুই জায়ান্ট বার্সেলোনা এবং বায়ার্ন নিশ্চয়ই চাইবে মৌসুমটা শিরোপা জয় দিয়েই শেষ করতে। তবে প্রতিপক্ষও যখন মরিয়া শিরোপা জিততে তখন ফাইনালে পরিষ্কার ফেভারিট নয় কেউই।
সারাবাংলা/এসএস