Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইফেল টাওয়ার বাজি, নেইমার পিএসজিতেই থাকছে: আলভেজ


২৪ মে ২০১৯ ১৫:৩৯

ইউরোপে নিজের ফুটবল ক্যারিয়ার শুরুর পর থেকে কম বিতর্কে জড়াননি নেইমার জুনিয়র। বিশ্বরেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন বছর দুইয়েক আগে।

আর বিপত্তিটা ঘটেছে সেখানেই, এরপর থেকে একটার পর একটা বিতর্কে জড়িয়েছেন নেইমার। ইউরোপের প্রতিটি দল বদলের মৌসুমেই জোর গুঞ্জন ওঠে নেইমার পিএসজি ছেড়ে আবারো পাড়ি জমাচ্ছেন স্পেনে। আর তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় তার সতীর্থদেরও।

বিজ্ঞাপন

ব্রাজিল জাতীয় দল এবং পিএসজিতে নেইমারের সতীর্থ দানি আলভেজ, নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জনের ব্যাপারে কথা বলেছেন ইউরোপিয়ান সংবাদমাধ্যমের সাথে।

একজন সাংবাদিক এলভেজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নেইমারকে নিয়ে। ‘নেইমার পিএসজি ছাড়লে আপনি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবেন।’

জবাবে আলভেজ বলেন, ‘রেস্টুরেন্ট নয়, আইফেল টাওয়ার বাজি রেখে আমি বলতে পারি নেইমার পিএসজিতেই থাকছে।’

এর সাথে আরও যোগ করেন, ‘প্রতিটি দলবদলের মৌসুমেই নেইমারকে নিয়ে এমন গুঞ্জন ওঠে। কখনো রিয়াল মাদ্রিদে আবার কখনো বা বার্সেলোনাতেই পাড়ি জমায় সে। তবে আমি নিশ্চিত সে এখানেই থাকবে।’

আগামী ১৪ জুন থেকে নিজ দেশে বসতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। আর নেইমারের অধিনায়কত্বে এবার শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল।

সারাবাংলা/এসএস

কোপা আমেরিকা ব্রাজিল দানি আলভেজ নেইমার জুনিয়র পিএসজি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর