Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ার্নের থেকে কার্ডিফ সিটির অর্জন বেশি


২৪ মে ২০১৯ ১২:৪৯

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এই মৌসুমে অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে গেছে কার্ডিফ সিটি। আর অন্যদিকে বায়ার্ন মিউনিখ টানা সপ্তমবারের মতো বুন্দেস লীগা চ্যাম্পিয়ন। কিন্তু তারপরেও বায়ার্নের থেকে কার্ডিফের অর্থ উপার্জন বেশি।

ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ লিগ। আর বিশ্বের সকল প্রান্তের মানুষেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই লিগ। তাই তো এই লিগ দেখতে হলে গুণতে হয় অনেক বেশি পরিমাণ অর্থ।

বিজ্ঞাপন

আর এখানেই অন্যান্য লিগের দলগুলোর থেকে এগিয়ে যায় ইংলিশ ক্লাবগুলো। ইংলিশ লিগ থেকে অবনমিত হয়ে নিচের লিগে নেমে গেলেও কার্ডিফ সিটির উপার্জন প্রায় ১১৬ মিলিয়ন ইউরো। আর সেখানে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের উপার্জন মাত্র ৬৫ মিলিয়ন ইউরো।

গেল বছর ইপিএলের নতুন টিভি স্বত্বের কারণে অংশগ্রহণ করা ক্লাবগুলো অনেক বেশি অর্থ উপার্জন করছে। আর অর্থের দৌড়ে পেছনে ফেলছে অন্যান্য দেশের ক্লাবগুলোকে।

এ মৌসুমে ইংলিশ লিগ জিতে ম্যানচেস্টার সিটির উপার্জন ১৫০ মিলিয়ন ইউরো। আর দ্বিতীয় হয়েও চ্যাম্পিয়ন সিটির থেকে বেশি পকেটে পুরেছে লিভারপুল। অলরেডসরা মৌসুম শেষে পেয়েছে ১৫২ মিলিয়ন ইউরো।

অন্যদিকে লা লিগায় টিভি স্বত্বের অর্থ বন্টনে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। স্পেনের সব থেকে বড় দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনায় টিভি স্বত্বের অর্থের সিংহভাগ অর্থ হাতিয়ে নেয়। লিগ জয়ী বার্সার এ মৌসুমে উপার্জন ১৫৪ মিলিয়ন ইউরো। আর লিগে তৃতীয় হওয়ার রিয়ালের অর্জন ১৪৮ মিলিয়ন।

তবে জার্মান লিগ অপেক্ষাকৃত কম জনপ্রিয় হওয়ায় তাদের টিভি স্বত্ব থেকে উপার্জিত অর্থের পরিমাণ ইপিএল কিংবা লা লিগার তুলনায় অনেক কম। আর তাই তো ইপিএল থেকে অবনমিত হওয়া দলটিও বুন্দেস লিগা জয়ী বায়ার্নের থেকে বেশি অর্থ পেয়ে থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ কার্ডিফ সিটি টিভি স্বত্ব বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর