Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে উইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া


২৩ মে ২০১৯ ১৩:৪৭

সাউদাম্পটনে বিশ্বকাপের আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালিস্ট উইন্ডিজদের উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়া অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড একাদশকে প্রস্তুতি ম্যাচের সিরিজে হারিয়ে মাঠে নামা অজিরা ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় উইন্ডিজকে।

আগে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়ানরা ৪৬.২ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২২৯ রান। জবাবে, ৬৯ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয় পায় ক্যাঙ্গারুর দেশটি।

বিজ্ঞাপন

ক্যারিবীয়ানদের স্কোয়াডে ফিরেছেন বিশ্বকাপের তারকা ক্রিকেটাররা। ক্রিস গেইল না খেললেও ওপেনার এভিন লুইস ছিলেন দারুণ ফর্মে। ৫৬ বলে ৬টি চার আর একটি ছক্কায় করেন ৫০ রান। ত্রিদেশীয় সিরিজে উড়ন্ত ফর্মে থাকা ওপেনার শাই হোপ ২১ রান করে সাজঘরে ফেরেন। ড্যারেন ব্রাভো ৫, শিমরন হেটমায়ার ১১, নিকোলাস পুরান ৫, আন্দ্রে রাসেল ৫ রান করেন। সুনীল অ্যামব্রিস ৩৭ আর কার্লোস ব্রাথওয়েইট ৬৪ বলে ৬০ রান করেন।

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, কোল্টার নাইল, গ্লেন ম্যাক্সওয়েল দুটি করে উইকেট তুলে নেন। বেহেরনডর্ফ এবং অ্যাডাম জাম্পা একটি করে উইকেট লাভ করেন।

২৩০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অজি ওপেনার উসমান খাজা ব্যক্তিগত ৫ রানে মাঠ ছাড়েন। আন্দ্রে রাসেলের বাউন্সারে চোয়ালে আঘাত পান খাজা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোটের জায়গায় স্ক্যানও করাতে হয়েছে। আরেক ওপেনার এবং দলপতি অ্যারন ফিঞ্চ ৪৭ বলে করেন ৪২ রান। তিন নম্বরে নামা ডেভিড ওয়ার্নার ১২ রান করে বিদায় নেন।

বিজ্ঞাপন

স্টিভ স্মিথ খেলেন আরেকটি ম্যাচ জেতানো ইনিংস। ৮২ বলে সাতটি চার আর দুটি ছক্কায় করেন ৭৬ রান। এর আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন ম্যাচে স্মিথ করেছিলেন ২২, অপরাজিত ৮৯ এবং অপরাজিত ৯১ রান। শন মার্শের ব্যাট থেকে আসে ৫৫ রান। তার অপরাজিত ইনিংসে ছিল সাতটি বাউন্ডারির মার। ১২ বলে তিন বাউন্ডারিতে ১৮ রান করে অপরাজিত ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া উইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর