Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের বিশ্বকাপ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে: কোহলি


২২ মে ২০১৯ ২০:১০

১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। রাউন্ড রবিন ফরম্যাটে প্রত্যেকের সাথে প্রত্যেকে খেলবে গ্রুপ পর্বে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চার দল খেলবে সেমি ফাইনাল। অনেকে মনে করছেন রাউন্ড রবিন হওয়ার কারণে যেকোন দলের সুযোগ থাকবে সেমিতে যাওয়ার, উত্তেজনা বাড়বে টুর্নামেন্টের।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে ভারত দলপতি বিরাট কোহলি বলে গেলেন, এই বিশ্বকাপ হতে যাচ্ছে সবথেকে কঠিন বিশ্বকাপ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি মনে করি যেই তিনটি বিশ্বকাপের আমি অংশ হয়েছি তার মধ্যে এই বিশ্বকাপই সবথেকে কঠিন হতে যাচ্ছে। ফরম্যাটের কারণে এমনটি হচ্ছে। এই বিশ্বকাপে যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে। দলগুলোর মধ্যে ব্যবধান অনেক কম।’

অবশ্য তিনি নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। নিজের দল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী দল হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমাদের সব খেলোয়াড়ই সদ্য সমাপ্ত আইপিএলে দারুণ ফর্মে ছিল।’

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়ে কোহলি বলেন, ‘কোনো দলকে নিয়ে আলাদা করে ভাবলে আমরা বিশ্বকাপের লক্ষ্য থেক সরে যাব৷ কারণ আমাদের প্রস্তুতিতে কোনো পার্থক্য হবে না৷ প্রতিপক্ষকে নিয়ে ভাবার থেকে আমাদের ফোকাস হওয়া উচিত নিজেদের শক্তি নিয়ে৷ আমরা এটাই করতে চলেছি৷’

৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ সংস্করণ৷ কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকা৷ ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে আরও কয়েকদিন পর৷ ৫ জুন সাউদাম্পটনের রোজ বোলে কোহলিদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম৬/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টিম ইন্ডিয়া বিরাট কোহলি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর