Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে এসেই যে যুদ্ধে নামতে হবে কোচকে


২১ মে ২০১৯ ১৭:৪৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০ দিনের বিরতি শুরু হবে ২৩ মে থেকে। তারপরেই শুরু হবে জাতীয় দলের যুদ্ধ। লিগের ব্যস্ততা একপাশে রেখে ফুটবলাররা ব্যস্ত হবে জাতীয় যুদ্ধে। লাওস পরীক্ষার জন্য নেমে পড়তে হবে লাল-সবুজ জার্সিধারীদের।

থাইল্যান্ডে বিশেষ ক্যাম্প সহ বড় পরীক্ষা অপেক্ষা করছে প্রধান কোচ জেমি ডেরও। ৪ মে আনুষ্ঠানিকভাবে এই বৃটিশ কোচের দায়িত্ব শেষ হয়েছে। এক বছরের জন্য নতুন চুক্তিও সেড়ে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আরও একটি বছর তাকে পাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তবে, এই এক বছর বসে থাকার কোনো সুযোগ নেই জেমির। ঢাকায় তিনি পা রাখবেন বৃহস্পতিবার। বুধবার রওনা দেবেন ইংল্যান্ড থেকে। ঢাকায় পৌঁছে একগাদা পরীক্ষা অপেক্ষা করছে তার। বাফুফে সূত্রে জানা যায়, জেমি ডে বৃহস্পতিবার ঢাকায় পা রেখেই বাফুফে ভবনে বৈঠকে বসবেন ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে। সেখানে আনুষ্ঠানিকভাবে চুক্তিতেও স্বাক্ষর সেড়ে নিয়ে দল গোছানোয় মনোযোগ দেবেন। এবার দল গোছানো কঠিন হবে জেমির জন্য। কেননা দলের ইনজুরি সমস্যায় ছিটকে গেছেন রক্ষণ দুর্গের সৈনিক তপু বর্মন, টুটুল হোসেন বাদশা ও হোল্ডিং মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ।

তাদের অবর্তমানে দলের রক্ষণের হাল ধরবেন কে সেটা নিয়ে বেশ চুল ছিড়তে হচ্ছে কোচের। সঙ্গে দলে ইনজুরি কাটিয়ে ওঠা বসুন্ধরা কিংসের ইমন মাহমুদ বাবু, আরামবাগের আরিফ ইসলাম ও ঢাকা আবাহনীর সাদ উদ্দীনের ফেরার বিষয়টিও নিশ্চিত হবে এদিন।

অবশ্য ইতোমধ্যে ২৯ ফুটবলারের ভিসার কাজ সেড়ে নিয়েছে বাফুফে। সেই দল থাইল্যান্ডে ক্যাম্প করবে এক সাথে। সেখান থেকে চূড়ান্ত স্কোয়াড দেয়া হবে লাওস ম্যাচের জন্য। লাওসকে হারানোর মন্ত্র নিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে জেমি ডেরা।

বিজ্ঞাপন

এর আগেও গত বছর জেমির কোচিংয়ে লাওসকে ১-০ ব্যবধানে হারিয়েছিল জামালরা। সেই আত্মবিশ্বাস নিয়ে থাইল্যান্ডে ১০ দিনের ক্যাম্প করতে ২৪ তারিখ রওনা দেবে বাংলাদেশ দল। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে লাওসের উদ্দেশ্যে রওনা দেবে লাল-সবুজরা। বিশ্বকাপ প্রাক বাছাইপর্ব টপকানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপাতত জেমি ডের সামনে। কেননা লাওস বধ না করতে পারলে আরেকটি ভুটান বিপর্যয় অপেক্ষা করছে বাংলাদেশের!

সারাবাংলা/জেএইচ/এমআরপি

কোচ জাতীয় ফুটবল দল জেমি ডে বাংলাদেশ লাওস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর