বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশে আসছেন রোনালদো!
২০ মে ২০১৯ ২১:২৪ | আপডেট: ২০ মে ২০১৯ ২১:৩৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বাফুফের আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশ নিতে পারে পর্তুগাল, ইতালি, জার্মানি অথবা নেদারল্যান্ডস।
বাফুফে বিশ্বের বড় বড় দলগুলোর সাথে কথা চালিয়ে যাচ্ছে প্রীতি ম্যাচ আয়োজনের জন্য। জাতীয় দল ছাড়াও ইউরোপের বড় বড় ক্লাবগুলোর সাথেও কথা চলছে প্রীতি ম্যাচে বাংলাদেশে অংশ নেওয়ার জন্য।
তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছুই জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে আশা জাগাচ্ছে এর আগে বিশ্বকাপ জয়ী জিদান এবং হালের মেসিও খেলে গেছেন বাংলাদেশে।
সারাবাংলা/জেএইচ/এসএস
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ইতালি ক্রিস্টিয়ানো রোনালদো জার্মানি নেদারল্যান্ডস পর্তুগাল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বাফুফে