Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন চুক্তি সই ক্রুসের


২০ মে ২০১৯ ১৪:৪১ | আপডেট: ২০ মে ২০১৯ ১৪:৫৫

স্প্যানিশ লা লিগার এবারের মৌসুমটা মোটেও সুখকর হয়নি রিয়াল মাদ্রিদের। দলের প্রতিটা খেলোয়াড়ও দুঃস্বপ্নের একটা মৌসুম পার করেছে। বাদ যাননি বিশ্বকাপ জয়ী জার্মান মিডফিল্ডার টনি ক্রুসও।

ফুটবল পাড়ায় জোর গুঞ্জন ছিল রিয়াল ছেড়ে নতুন গন্তব্যে পাড়ি জমাবেন ক্রুস। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রিয়ালের সাথে নিজের চুক্তি বাড়িয়ে নিলেন আরও এক বছর।

এর আগের চুক্তিতে লস ব্ল্যাঙ্কোসদের সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন এই জার্মান। আর নতুন চুক্তিতে ২০২৩ সাল পর্যন্ত রিয়ালেই থাকবেন ক্রুস। চুক্তির শেষ পর্যন্ত রিয়ালে থাকলে সে সময় ক্রুসের বয়স হবে ৩৩ বছর।

জিদানের অধীনে দ্বিতীয় মেয়াদের সেনাদের ভেতর ক্রুস যে অন্যতম হবেন তা অনুমেয় ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যমের গুঞ্জনে উদ্বিগ্ন ছিল অল হোয়াইটস সমর্থকেরা। তবে সব গুঞ্জনের অবসান ঘটালো রিয়াল বোর্ড এবং টনি ক্রুস।

আর সব ক্লাবকে যেন একটি বার্তা দিয়ে দিলো গ্যালাক্টিকোরা। টনি ক্রুস বিক্রয়ের জন্য নয়। সে রিয়ালের মাদ্রিদেই থাকবে।

সারাবাংলা/এসএস

চুক্তি নবায়ন টনি ক্রুস রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর