Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ২ বছরে একটা ম্যাচও জেতেনি লাওস!


১৯ মে ২০১৯ ১৯:০৯

ঢাকা: দেশের ফুটবল সমর্থকদের পুরো মনোযোগ এখন বিশ্বকাপের প্রাক বাছাইপর্ব নিয়ে। চূড়ান্ত বাছাইপর্বে খেলার আশা টিকে থাকবে লাওসকে হারালেই। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা লাওস (১৮৪) পরীক্ষা নিবে বাংলাদেশের (১৮৮) সেটা তো বলার অপেক্ষা রাখে না। মোটের উপর প্রচণ্ড চাপের মধ্য দিয়েই খেলতে হবে লাল-সবুজ জার্সিধারীদের।

চাপটা মূলত হারার। আগামী মাসের ৬ তারিখ ভিয়েনতিয়েনে লাওসের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের। ফিরতি ম্যাচ ঢাকায় ১১ মে। ভয়টা হলো- দুই ম্যাচে হারলেই আরেকবার নির্বাসনে যেতে পারে জামাল-মতিনরা।

বিজ্ঞাপন

তবে, একটা আশার ঢেকুর গিলতে পারে জেমি ডে’র শিষ্যরা। গত দুই বছরে এখনও একটা ম্যাচ জিততে পারেনি লাওস! ২০১৮ ও ২০১৯ সাল মিলিয়ে ১০ ম্যাচ খেলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দলটি। এখনও কোনও ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি।

গত বছরে বাংলাদেশের সঙ্গে দু’বারের সাক্ষাতে ঘরের মাটিতে ২-২ ব্যবধানে ড্র আর বঙ্গবন্ধু গোল্ড কাপে ১-০ ব্যবধানে হেরেছিল লাওস। যেটা একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে লাল-সবুজদের।

অন্যদিকে এই দু’বছরে কম্বোডিয়া, ভুটান ও লাওসকে হারিয়েছে বাংলাদেশ। গত বছর অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমসে দেশের ইতিহাস গড়ে নক আউট পর্বেও পা রেখেছিল জামাল ভূঁইয়ারা।

সেই আত্মবিশ্বাস নিয়ে থাইল্যান্ডে ১০ দিনের ক্যাম্প করতে ২৪ তারিখ রওনা দিবে বাংলাদেশ দল। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে লাওসের উদ্দেশ্যে রওনা দিবে লাল-সবুজরা। তারপর ঢাকায়।

এমন পরিস্থিতিতে লাওসকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত বাছাইপর্বে খেলতে পারবে বাংলাদেশ?

সারাবাংলা/জেএইচ

বাংলাদেশ বিশ্বকাপ প্রাক বাছাইপর্ব লাওস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর