Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিদেশীয় সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের


১৯ মে ২০১৯ ১৮:৩২

৬টি ফাইনালে হারের পর ১৭ মে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো ফাইনালের বাধা টপকাতে সক্ষম হয় বাংলাদশ। ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে রেটিং পয়েন্টও বেড়ে যায় বাংলাদেশের।

ক্রিকইনফোর তথ্য অনুসারে চার পয়েন্ট যুক্ত হয়ে ৮৬ থেকে ৯০ এ উঠে এসেছে বাংলাদেশের রেটিং পয়েন্ট।

তবে র‍্যাংকিংয়ে আগের জায়গাতেই আছে বাংলাদেশ। চার রেটিং পয়েন্ট বাড়ার পরও সপ্তম স্থানে আছে টাইগাররা। বাংলাদেশের ঠিক ওপরে চার পয়েন্ট বেশি নিয়ে অবস্থান করছে পাকিস্তান, তাদের রেটিং পয়েন্ট ৯৪।

আর বাংলাদেশের চাইতে ১৩ পয়েন্ট কম অর্থাৎ ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে আছে ক্যারিবীয়রা।

ইংল্যান্ড র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ১২৪ পয়েন্ট নিয়ে। যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া রয়েছে দুই, তিন, চার ও পাঁচ নম্বর অবস্থানে। ভারতের রেটিং পয়েন্ট ১২১, দক্ষিণ আফ্রিকার ১১৫, নিউজিল্যান্ডের ১১৩, অস্ট্রেলিয়ার ৯৪। বাংলাদেশের পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৭৭, শ্রীলঙ্কার ৭৬, আফগানিস্তানের ৬৪।

সারাবাংলা/টিএম৬/এমআরপি

টাইগার ত্রিদেশীয় সিরিজ রেটিং পয়েন্ট র‍্যাংকিং