Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোলার্ড-ব্রাভোরা বিশ্বকাপের রিজার্ভ দলে


১৯ মে ২০১৯ ১৪:৫০

৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে শিরোপার দাবী নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের ক্যারিবীয়ান দলে আছেন হার্ডহিটার ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেলরা। জায়গা হয়নি সুনীল নারাইন, দেবেন্দ্র বিশু, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডদের। অধিনায়ক থাকছেন জেসন হোল্ডার।

আইপিএলে দাপিয়ে বেড়ানো রাসেল, গেইলদের বিশ্বকাপে সাহায্য করতে ১০ রিজার্ভ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড। ২০১৫ সালের পর থেকে জাতীয় দলের ওয়ানডে জার্সিতে রাসেল ২০১৮ সালে মাত্র একটিই ওয়ানডে খেলেছেন। এরপর আর কোনো ম্যাচে খেলেননি। এদিকে, গেইলের জন্য হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছে উইন্ডিজ। সদ্য সমাপ্ত সেই সিরিজে অবশ্য খেলেননি গেইল, রাসেল, পোলার্ড, নারাইনরা। ত্রিদেশীয় সিরিজে ছিলেন সুনীল অ্যামব্রিস, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেজ, রেমন রেইফাররা। মূল স্কোয়াডে থাকলেও রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় এসেছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড:
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান, কার্লোস ব্রাথওয়েইট, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্শ, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কটরেল, ফ্যাবিয়ান অ্যালেন ও শ্যানন গ্যাব্রিয়েল।

১০ রিজার্ভ খেলোয়াড়: সুনীল অ্যামব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডরউইচ, কেমো পল, খারি পিয়েরে, রেমন রেইফার এবং কাইরন পোলার্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর