Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতেও সেরা ক্রিস্টিয়ানো রোনালদো


১৯ মে ২০১৯ ১১:৩২

রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ইতালিতে প্রথম মৌসুমেই বাজিমাৎ, জিতে নিলেন ইতালিয়ান সিরি আ’র সেরা ফুটবলারের খেতাব।

যেখানেই যান সেখানেই নিজেকে সেরা প্রমাণে উজাড় করে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছেন সেরার খেতাব, দলকে করেছেন চ্যাম্পিয়ন। সেখান থেকে ধুকতে থাকা রিয়ালে যোগ দিয়ে জয় করেছেন বিশ্ব।

বিজ্ঞাপন

টানা তিনবার এবং মোট চারবার রিয়ালকে জিতিয়েছেন ইউরোপ সেরার মুকুট। রিয়ালের ইতিহাসের সেরা ফুটবলার বললেও বাড়িয়ে বলা হবে না। ২০১৮ সালে নিজের পঞ্চম, রিয়ালের হয়ে চতুর্থ এবং লস ব্ল্যাঙ্কোসদের ইতিহাসের ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন।

আর এরপর নতুন কোন চ্যালেঞ্জ নিতে পাড়ি জমান ইতালির ক্লাব জুভেন্টাস। যাদের বিপক্ষেই করেছিলেন ক্যারিয়ারের সেরা গোলের একটি । তাদেরই বেছে নিয়েছিলেন নতুন গন্তব্য হিসেবে।

জুভেন্টাসের হয়ে ২০১৮-১৯ মৌসুমে তুরিনের বুড়িদের হয়ে সিরি আ’তে খেলেছেন ৩০ ম্যাচ। ৩০ ম্যাচে ২১ গোল আর ৮ এসিস্ট নিয়ে সেরা পারফর্মার তিনিই। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টা ফাইনালে বাদ পড়লেও দলের সর্বোচ্চ ৬ গোল এসেছে তার পা থেকেই।

চ্যাম্পিয়ন্স লিগে জুভেদের হয়ে ৯ম্যাচ খেলেছেন এই পর্তুগিজ। তার ভেতরে অ্যাাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে রাউন্ড অব ১৬ তে আছে হ্যাটট্রিক আর অ্যাায়াক্সের বিপক্ষে হারলেও দলের দুই গোলের দু’টিই এসেছিল তার কাছ থেকে।

সিরি আ’তে ২১ গোল এবং ৮ এসিস্ট করে দলের লিগ শিরোপা ধরের রাখার লক্ষ্যে রেখেছেন সবার থেকে বেশি অবদান। তাই তো রোনালদোকে সিরি আ’র সেরা ফুটবলারের খেতাব দিতে মোটেই দ্বিধায় পড়েনি সিরি আ বোর্ড।

বিজ্ঞাপন

ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ জয় করে এবার রোনালদো জয় করছেন ইতালিয়ান সিরি আ।

সারাবাংলা/এসএস

ইতালিয়ান সিরি আ ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস সেরা ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর