Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড গড়ে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়


১৯ মে ২০১৯ ০৯:৪৩ | আপডেট: ১৯ মে ২০১৯ ১৫:৪৬

ইংলিশ প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত হয়েছে বেশ কিছুদিন আগে। আর ইংলিশ কাপ জয় শনিবার রাতে ওয়াটফোর্ডকে হারিয়ে। ভাগ বসিয়েছে ইংলিশ এফএর ১১৬ বছরের রেকর্ডেও।

শনিবার রাত ১০টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরু থেকেই শিরোপা জয়ে হিংস্র এক সিটিকে দেখে ওয়েম্বলিবাসী। ২২ মিনিট যেতে না যেতেই সিটিজেনদের পক্ষে প্রথম গোল করেন ডেভিড সিলভা। এরপর রহিম স্টার্লিং এবং গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে সাথে কেভিন ডি ব্রুইনের  এক গোলে ৬-০ গোলের বড় জয় পায় সিটি।

আর এই বিশাল জয়ে ইংলিশ এফএর ১১৬ বছরের রেকর্ডে ভাগ বসায় সিটি। শেষ ১৯০৩ সালে এফএ কাপের ফাইনালে বারি বনাম ডার্বি কাউন্টির ম্যাচের ফলাফল ৬-০ ছিল।

এরপর আর কোন দলই এত বড় ব্যবধানে ফাইনাল জিততে পারেনি। এফএ কাপ জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটি ঘরোয়া ট্রেবল জয় করলো। হাতছাড়া হলো কেবল ইউরোপের সব থেকে মর্যাদাকর শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ।

ইংলিশ লিগ, এফএ কাপ, কারাবো কাপ জিতে নিশ্চিত করেছে ঘরোয়া ট্রেবল। আর ঐতিহাসিক এই ঘরোয়া ট্রেবল জয়ের পরেই অধিনায়ক ভিন্সেন্ট কোম্পানি ক্লাব ছাড়ছেন বলে জানিয়েছেন।

সারাবাংলা/এসএস

ইংলিশ প্রিমিয়ার লিগ এফএ কাপ কারাবো কাপ ট্রেবল ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর