Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিদেশীয় সিরিজের সেরা পারফরম্যান্স যাদের


১৮ মে ২০১৯ ১২:৩৪ | আপডেট: ১৮ মে ২০১৯ ১২:৪৯

আয়ারল্যান্ডে ঐতিহাসিক ত্রিদেশীয় সিরিজ জয় বাংলাদেশের। এ যেন রবার্ট ব্রুসের স্কটল্যান্ড পুনরুদ্ধারের সে কল্পকাহিনী। ছয়বার পরাজিত হয়ে সপ্তম চেষ্টায় রাজ্য দখল। টাইগারদের সাথে এ গল্পটা ঠিক মিলে যায়। ছয় ফাইনালে পরাজয়ের পর সপ্তম ফাইনাল জয়।

ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে এক চুল ছাড় দেয়নি প্রতিপক্ষ উইন্ডিজ কিংবা আয়ারল্যান্ডও। সিরিজের প্রথম ম্যাচেই আইরিশদের বিপক্ষে উইন্ডিজের বিশ্বরেকর্ড গড়া উদ্বোধনী জুটি। রানের ছড়াছড়ি। আর পরের ম্যাচেই বাংলাদেশের কাছে উইন্ডিজরা পরাস্থ।

বিজ্ঞাপন

সিরিজে সর্বোচ্চ রান এসেছে উইন্ডিজ ব্যাটসম্যান শাই হোপের ব্যাট থেকে। ৫ ম্যাচ খেলে হোপের সংগ্রহ ৪৭০ রান। সর্বোচ্চ ব্যক্তিগত রান ১৭০, আয়ারল্যান্ডের বিপক্ষে। আর ব্যাটিং গড় ৯৪। আছে দুই শতকের পাশাপাশি দুই অর্ধশতকও।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সৌম্য সরকার। তিন ম্যাচে ১৯৩ রান করেছেন সৌম্য। ৬৪ গড়ে সৌম্যর সর্বোচ্চ সংগ্রহ ৭৩ রান। আর টানা তিন অর্ধশতকও হাঁকিয়েছেন তিনি। দেশের হয়ে চতুর্থ দ্রুততম ফিফটিও স্পর্শ করেছেন বামহাতি এই ওপেনার।

সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকাতেও দাপট উইন্ডিজের। শীর্ষ উইকেট সংগ্রাহক শ্যানন গ্যাব্রিয়েল। চার ইনিংসে গ্যাব্রিয়েলের সংগ্রহ ৮ উইকেট। সেরা পাঁচে বাংলাদেশের আছে মোস্তাফিজুর রহমান এবং অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। দুইজনই সংগ্রহ করেছে ছয়টি করে উইকেট। মাশরাফি চার ম্যাচ খেললেও তিনটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। কাটার মাস্টার কিছুটা খরুচে বোলিং করলেও কৃপণ বোলিং করেছেন অধিনায়ক মাশরাফি।

বিজ্ঞাপন

সিরিজে সর্বোচ্চ ক্যাচ লুফে নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। পাঁচ ম্যাচে চারটি ক্যাচ নিয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। আর এক ম্যাচে তিনটি ক্যাচ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টাইগার ক্রিকেটার লিটন দাস।

** সৌম্য-মোসাদ্দেক ঝড়ে নতুন ইতিহাসে বাংলাদেশ

সারাবাংলা/এসএস

আয়ারল্যান্ড উইন্ডিজ ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর