Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে সাকিবহীন বাংলাদেশ


১৭ মে ২০১৯ ১৫:৪০ | আপডেট: ১৭ মে ২০১৯ ১৫:৪৯

সাইড স্ট্রেনের ব্যাথা পুরোপুরি সেরে না ওঠায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নেই সাকিব আল হাসান। ফলে এই টাইগার ‘কি প্লেয়ারকে’ ছাড়াই শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হচ্ছে টিম বাংলাদেশকে।

শুক্রবার (১৭ মে) ডাবলিনের ম্যালাহাইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা।

সাকিবের ইনজুরির ঘটনা ঘটেছিল গত বুধবার (১৫ মে) ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে। স্বাগতিকদের বিপক্ষে ওই দিন বেশ স্বাচ্ছন্দেই ব্যাট করছিলেন এই টাইগার অলরাউন্ডার। কিন্তু ম্যাচের ৩৭তম ওভারের শেষ বলটি খেলেই লুটিয়ে পড়েন তিনি। বেশ কিছু সময় তাকে মাঠে শুয়ে থাকতে দেখা যায়।

এরপর ফিজিও তিহান চন্দ্রমোহন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ব্যাটিংয়ে ফেরালেও কিছু সময় ব্যাট করে খানিক বাদে মাঠ থেকে বেরিয়ে যান। ততক্ষণে অবশ্য ক্যারিয়ারের ক্যারিয়ারের ৪২তম অর্ধশতক (৫০) তুলে নিয়েছেন এই ‘ম্যান অন অ্যা মিশন’।

এছাড়া, আগের ম্যাচে থাকলেও এই ম্যাচে নেই আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, লিটন দাস। দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন।

 

সারাবাংলা/এমআরএফ/এসএস

ইনজুরি ত্রিদেশীয় সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর